যদি বলি, যারা মাদক সেবন করেন তাদের কি আপনি পছন্দ করেন? সর্বাধিক সংখ্যক উত্তর দেবেন 'না'! কিন্তু এই আপনি আবার বিভিন্ন দেশের অনেক মাদকাসক্ত পারফর্মারকে পছন্দ করেন! কখনো ভেবে দেখেছেন?
শুধু পারফর্মার না হওয়ার কারণে বেচারা সাধারণ মাদকসেবি আপনার কাছে শুধুই অপরাধী। আর মাদকাসক্ত পারফর্মারদের ক্ষেত্রে আপনার বক্তব্য হলো, দেখুন আমি ব্যক্তি পারফর্মারের জীবন নিয়ে মাথা ঘামাই না, আমি শুধু তার পারফরম্যান্সের ভক্ত।
নাহ, দুটো বিষয়কে একদম মিলাচ্ছি না! দোষে গুণেই মানুষ! আমাদের ব্যয়িত জীবনে বিভিন্ন ক্ষেত্রেই এরকম ডাবল স্ট্যান্ডার্ড আচরণের মুখোমুখি হই আমরা! আর এজন্যই জীবন এত বৈচিত্র্যময়। এরকম নানামুখী হাজারো বিষয়ে আমরা ডাবল ফেইসড আচরণ করি এবং আমরা সেটা অনুধাবনও করি না!
সুস্থ থাকুন, নিরাপদে থাকুন! মাদক থেকে দূরে থাকুন।
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, পল্লবী জোন গোয়েন্দা বিভাগ (ডিএমপি)।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        