শক্তিমান আর কেহেরমানের পার্থক্য তো আপনাদের বোঝার কথা না, আপনারা তো টিনের ফুটো দিয়ে বিটিভি দেখার স্বাদ পাননি।
আপনাদের তো “কোথাও কেউ নেই” নাটকের বাকের ভাইকে খোঁজার জন্য ঝড় বৃষ্টির রাতে বৃষ্টিতে ভিজে বাঁশের অ্যান্টেনা ধরে দাঁড়িয়ে থাকতে হয়নি। পরিবারের মুরুব্বিদের হাতের আঙ্গুল ধরে সিনেমা হলে হাজারো দর্শকদের মাঝে দেখা হয়নি “দীপু নাম্বার ২”। কিভাবে বুঝবেন বাঙালি সংস্কৃতির আবেগ?
আবেগ!
সেটা আপনার থাকারও কথা না!
সহজলভ্য ইন্টারনেট আমাদের মাথা নিচু করে শিক্ষা দিয়ে যাচ্ছে কারো মৃত্যু, কারো অসুস্থতা, কারো অপারগতায় হা-হা রিয়েক্ট দেওয়া!
কষ্ট হয়! আমাদেরও মাথা নিচু হয়ে যাচ্ছে তা ভাবতে, কোনটা সংস্কৃতি, কোনটা অপসংস্কৃতি, সেটা বোঝানোর ক্ষমতা এখন মুরুব্বিদের হাতে নেই! কারন আমরা এখন সবচেয়ে বেশি জ্ঞানী!
এটার জন্য আসলে আমরাই দায়ী। এ দায় একদিন আপনাকে, আমাকে আরও বেশি ভুগিয়ে তুলবে। কিন্তু আফসোস সেদিন হাজার চেষ্টা করেও নতুন প্রজন্মের কাছে আমার মাথা তুলে দাঁড়াতে পারবো না! এটা ভাবতে ভাবতে মাথা যেন আরও নত হয়ে যাচ্ছে!
ক্ষমা করবেন ভবিষ্যৎ প্রজন্ম, আমরা মাথা উঁচু করতে পারছি না!
এখানেও নিশ্চয়ই প্রচুর হা-হা রিয়েক্ট পড়বে, সেটাও ভাবছি।
তাও লিখবো, বলবো-
ক্ষমা করো শিল্প, ক্ষমা করো সংস্কৃতি, ক্ষমা করো বাংলাদেশ।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ ওয়াসিফ