এলভিস প্রেসলি(১৯৩৫-১৯৭৭, যুক্তরাষ্ট্র)। পুরো নাম এলভিস আরন প্রেসলি। আমেরিকান গায়ক, মিউজিশিয়ান এবং আলোচিত এই অভিনেতাকে বিংশ শতাব্দীর অধিক গুরুত্বপূর্ণ ‘কালচারাল আইকন’ হিসেবেই শুধু ধরা হয় না, খ্যাতি পেয়েছিলেন ‘রক এবং রোল-এর রাজা হিসেবেও’।
যেসব ভক্তরা তাকে গায়ক হিসেবে চিনতেন তারাই তাকে পরবর্তীতে নতুন করে চিনেছেন একজন পেটুক হিসেবে। জীবনের শেষ পর্যায়ে এই গায়ককে বেশি সময় দিতে হয়েছে খাবারের উপর আর পার্শ্বপ্রতিক্রিয়া ঠেকাতে কিনতে হয়েছে হাজার হাজার ডলারের ওষুধ।
চর্বিযুক্ত খাবার ছাড়া চলতেন না এক মুহূর্তও। চিনাবাদাম, মাখন, কলার স্যান্ডুইচ ছিল তার প্রাত্যহিক খাদ্য তালিকায়। তবে যেনতেন তেলে ভাজলে হতো না। ঘিয়ে ভাজা হতে হবে। এত পরিমাণেই তিনি স্যান্ডুইচ খেতেন, যে সব রেস্টুরেন্ট তাকে স্যান্ডুইচ সরবরাহ করতো তারা এই স্যান্ডুইচের নাম বদলে রেখেছিলো ‘এলভিস’।
ডেনভারের একটি রেস্টুরেন্ট ইতালিয়ান পাউরুটি, চিনাবাদাম, ঘি দিয়ে বিশেষ এক ‘বোকাদের স্বর্ণ’ নামের স্যান্ডুইচ বানাতো। কে জানে মানের তুলনায় যারা অধিক দামে এটি কিনতো তাদের কথা ভেবেই এমন নামকরণ করা হয়েছিলো কিনা। মূল্য ছিলো সে সময়ের প্রায় চার হাজার টাকার সমান।
এলভিসের ক্ষুধা নিবারণের জন্য তার সহকারীরা বিশেষ দৌড়ে গিয়েছিলো সুদূর মেমফিস এলাকা থেকে ডেনভারে। শুধুমাত্র এই স্যান্ডুইচ কেনার জন্য। সব মিলিয়ে যেটির সার্বিক ব্যয় হয়েছিলো প্রায় বারো লাখ আশি হাজার টাকার মতো!