বিপুল সংখ্যার বিভিন্ন প্রজাতির পাথরখেকো ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন প্রাণিবিজ্ঞানীরা। অ্যান্টার্কটিকার বরফাঞ্চল থেকে অাধা মাইল দূরে স্বচ্ছজলের হ্রদে তাদের আবাস। নতুন এক গবেষণায় ব্যাক্টেরিয়াগুলোর সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা।
গবেষণাটি বলছে, এই একই প্রজাতির ব্যাকটেরিয়া মঙ্গল গ্রহেও বসবাস করে থাকতে পারে বা করছে।
চলতি সপ্তাহে ন্যাচার পত্রিকায় গবেষণাটি প্রকাশিত হয়। এটি নিশ্চিত করছে, ২০ বছর আগে ভস্টক নামের এই লেকের হিমায়িত পানিতে এদের নমুনা খুঁজে পাওয়া যায়। তবে তখন এগুলো নিয়ে খুব একটা ঘাটাঘাটি হয়নি। বিজ্ঞানী দাবি করছে তারা লেকের পানিতে প্রায় তিন হাজার ৯৩১ প্রজাতির ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছেন যার অনেকগুলোই পাথরখেকো।
এই প্রজাতির ব্যাকটেরিয়াগুলো যে মঙ্গলেও আছে, এ ব্যাপারে একমত যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটির বিজ্ঞানী মার্টিন ট্রান্টার।
তিনি বলেন, পৃথিবীর এই বরফ অঞ্চল থেকে আমি যা খুঁজে পেয়েছি, তা মঙ্গলের বরফ অঞ্চলের নমুনার সাথে মিলে যায়। এরা ভূগর্ভস্থ পাথর কুরে কুরে খায়।
তবে ঠিক কত বছর আগে থেকে অ্যান্টার্কটিকায় এই প্রজাতির ব্যাকটেরিয়া বাস করছে তা নিশ্চিত করে বলেননি বিজ্ঞানীরা। তবে ধারণা করছেন, প্রায় পাঁচ লাখ বছর আগে থেকে তারা পৃথিবীতে বিস্তার করছে।