আর মাত্র ৩২ দিনের মধ্যে লক্ষ্যে পৌঁছে যাবে মঙ্গলগ্রহে পাঠানো ভারতের প্রথম মহাকাশযান। মঙ্গলগ্রহ থেকে মাত্র নয় মিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে মহাকাশযানটি। শনিবার এ কথা জানিয়েছেন দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
ইসরো জানিয়েছে, 'মার্স অরবিটর মিশন' বা 'এমওএম' মঙ্গলগ্রহ থেকে নয় মিলিয়ন ও পৃথিবী থেকে ১৮৯ মিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে। ইসরোর দাবি, পৃথিবী থেকে এর আগে যতগুলো মঙ্গল অভিযান হয়েছে, এই প্রকল্পকে তার মধ্যে সবচেয়ে কম খরচের অভিযান। এ লক্ষ্যে খরচ হয়েছে ৪৫০ কোটি টাকা। গতবছরের ৫ নভেম্বর চেন্নাইয়ের কাছে শ্রীহরিকোটার মহাকাশকেন্দ্র থেকে রওনা দিয়েছিল ভারতের মার্স অরবিটর মিশন। মহাকাশযানটি মঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ করবে, খুঁজবে মিথেন গ্যাস বা বিভিন্ন খনিজের অস্তিত্ব।