বোনের বিয়েতে বাড়ি আসছি। মার্কিন সাংবাদিক জেমস ফোলের লেখা শেষ চিঠির বক্তব্য এটি। এমন তথ্য জানিয়েছেন তার দীর্ঘদিনের বন্দী সহকর্মী ডেনিয়েল রাই অটোসেন (২৫)। গত ১৩ মাস ধরে ফোলের সঙ্গে বন্দী ছিলেন তিনি। চলতি বছরের জুন মাসে মুক্তি পান।
অত্যন্ত দু:খভারাক্রান্ত মন নিয়ে তিনি ফোলের চিঠির ওই কথাগুলো স্মরণ করেন। ফোলের চিঠিতে লেখা ছিল- আমি আশা করছি মুক্তি পেয়ে আগামি বছর অনুষ্ঠেয় বোনের বিয়েতে অংশ নিতে পারবো। অটোসেন মুক্তি পেয়েই প্রথম ফোলের মা ডায়ানের কাছে সেই দীর্ঘ চিঠিটি হস্তান্তর করেন। এদিকে ফোলের পরিবারের ৩০ বছরের ধর্মগুরু ফাদার মার্ক মন্তমিনি জানান, জিম (পরিবারের ডাক) কখনোই অন্য বন্দীদের মতো চিঠি পাঠানো পছন্দ করতো না। কারণ সে ছিল একজন মার্কিনি। তবে চিঠি লিখলে তাতে ভাগ্নে-ভাগ্নিসহ পরিবারের সকল সদস্যদের নাম উলে্লখ থাকতো। সে তাদের সকলকেই ভালবাসতো এবং সেও জানতো পরিবারের সকলেই তাকে খুব ভালবাসে।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট এক মার্কিন সাংবাদিক জেমস ফোলের মাথা কেটে ভিডিও প্রকাশ করে ইরাকের ইসলামিক স্টেট জঙ্গিরা। মাথাকাটা অবস্থার ওই ভিডিওর নাম দেওয়া হয়েছে "অ্যা মেসেজ টু আমেরিকা" (আমেরিকাকে বার্তা)। বারাক ওবামাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এটা হল ইরাকে পা দেওয়ার ফল। ২০১২ সালের নভেম্বরে উত্তর সিরিয়া থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন সাংবাদিক ফোলে।
গ্লোবাল পোস্ট নামের এক অনলাইন পত্রিকায় ফ্রিল্যান্স সাংবাদিক হিসাবে কাজ করতেন। গত পাঁচ বছর মধ্য এশিয়ায় কাজ করেছেন। লিবিয়ায় তাকে একবার অপহরণ করার পর ছেড়ে দেওয়া হয়েছিল। তথ্যসূত্র: মেইল অনলাইন।