ভারতীয় শহর কলকাতায় প্রিন্টারের সাহায্যে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। বাস্তবে থ্রিডি প্রিন্টারের সম্ভাবনা যে কতদূর তার ধারণা পেতে পারেন এই খবর থেকে। এদিকে থ্রিডি প্রিন্টারের সাহায্যে পুরো একটি বাড়ি তৈরি করেছেন ইউরোপীয়ান আর্কিটেক্ট মিশেল হান্সমেয়ের।
গত মাসেই এ সংক্রান্ত একটি ড্রিম প্রজেক্টের কাজ শেষ করেছিলেন মিশেল। চীন এই কাজে পথ দেখালেও মিশেলের মত ইউরোপের আরো বেশ কয়েকজন আর্কিটেক্ট প্রিন্টার দিয়ে বাড়ি তৈরির ‘কনসেপ্ট’ শুরু করছেন।
মিশেলের প্রকাশিতএকটি ভিডিওতে দেখা যায়, বিশাল একটি থাম তৈরি হয়েছে এক প্রিন্টারের সাহায্যে। মূলত ১৬ বর্গমিটার বড়, আড়াই মিটার উঁচু এবং ১১ টন ভারি একটি ঘরের অংশ এটি। বিশ্বে এই প্রথম একটা গোটা ঘর ‘প্রিন্ট’ করা হলো। তার টিমসহ এই পরিকল্পনাকে বাস্তব রূপ দিয়েছেন মিশেল হান্সমেয়ের।
অ্যালগরিদমের সাহায্যে তারা বাড়িটির প্রতিটি কোণ মেপেছেন। তারপর এমন সব আকার-আকৃতি সৃষ্টি করেছেন যা প্রচলিত পদ্ধতিতে হাত দিয়ে তৈরি করা সম্ভব নয়। একমাত্র থ্রিডি প্রিন্টার দিয়েই এমনটা সম্ভব।