একই ক্লাস্টার (উৎস) থেকে সৃষ্ট তারাদের রাসায়নিক গঠন প্রায় একই রকম হয়। নতুন এক গবেষণায় উঠে এসেছে যে তারারা একই সঙ্গে জন্ম নেয় এবং ক্লাস্টার গঠন কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে যায়। তবে একই রাসয়ানিক বৈশিষ্ট্য বজায় থাকে।
রাসয়ানিক সম্পর্কের উপর ভিত্তি করে বর্তমানে মহাকাশ বিজ্ঞানীরা চেষ্টা করছেন সূর্যের হারিয়ে যাওয়া 'ভাই-বোন' বা সহোদরদের খুঁজে বের করতে। সেই ভাই-বোনরা হয়তো এখন ছায়াপথের অপর কোন প্রান্তে নিজেদের গ্রহ নিয়ে দিব্যি সংসার পেতে বসেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারক ক্রুমহোলজ জানিয়েছেন, কোটি কোটি বছর আগে জন্মের পর আমাদের সূর্য ও তার ভাই-বোনরা সম্ভবত নিজেদের ভিন্ন ভিন্ন পথ খুঁজে নিয়েছে। নতুন গবেষণায় উঠে এসেছে যে, তারারা একই ক্লাস্টারে বসবাস না করলেও তাদের মধ্যেও একই রাসায়নিক বৈশিষ্ট্য থাকতে পারে যদি তারা একই স্থান থেকে সৃষ্ট হয়ে থাকে। জি নিউজ।