২৭ হাজার ১১৭ জনের তৈরি ছিল বাংলাদেশের আর ২৮ হাজার ৯৫৭ জনের তৈরি মানবপতাকা ছিল পাকিস্তানের এবার ৩০ হাজার মানুষের তৈরি মানব পতাকার রেকর্ড করতে যাচ্ছে নেপাল।
৩০ হাজার মানুষ, জাতীয় সঙ্গীতের তালে, হাতে হাত মিলিয়ে গড়ে তুললেন জাতীয় পতাকা। নেপালের পতাকা। বিশ্বের সবচেয়ে বড় 'মানবপতাকা'। ইতিমধ্যেই পতাকার ভিডিও, ছবি ও তথ্য তুলে দেওয়া হয়েছে গিনেস বুক কর্তৃপক্ষের কাছে।
নেপালের মানববন্ধনের এই পতাকা আসলে এক নতুন শপথ নেপালবাসীর কাছে। জানালেন, অনুষ্ঠানের উদ্যোক্তা ভবেশ খানাল। তিনি বলেন, 'সমস্ত মানুষ একই দেশের নাগরিক, সবাই এক, দেশের শক্তি। সবাই রয়েছেন একই পতাকাতলে, একতার এই বার্তাই আমরা দিতে চেয়েছিলাম।'
কাঠমান্ডু সিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিতে স্বতঃস্ফূর্তভাবেই এগিয়ে আসেন দেশের বিভিন্ন বয়সের মানুষ। অংশগ্রহণকারীদের হাতে ছিল নীল, লাল ও সাদা রঙের একই মাপের কার্ডবোর্ড। জাতীয় সংগীতের তালে তালে প্রত্যেকেই নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ান। তৈরি হয় দুটি ত্রিভুজযুক্ত নেপালের জাতীয় পতাকা।
দীর্ঘ বছরের গৃহযুদ্ধ শেষে গণতন্ত্রের পথে পা বাড়িয়েছে হিমালয়ের কোলের এই দেশটি। দেশের নতুন সংবিধান রচনা শুরু হয়েছে। নতুন সংবিধানে দেশবাসীর মধ্যে কোনো জাতিভেদ, বিভাজন থাকবে না, এমনই আশ্বাস দিয়েছেন দেশের জনপ্রতিনিধিরা।