বিশ্বব্যাপী প্রতি ৪০ সেকেন্ডে একটি আত্মহত্যার ঘটনা ঘটছে! সম্প্রতি এই ভয়াবহ তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
মানসিক বিসন্নতা থেকে বেশিরভাগ আত্মহত্যার ঘটনা ঘটছে বলে ডব্লিউএইচও’র ওই প্রতিবেদনে বলা হয়েছে। আত্মহ্যতার প্রবণতা ঠেকাতে বিশ্বের সকল দেশের সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছর বিশ্বব্যাপী অন্তত ৮ লাখ লোক আত্মহত্যা করছে। তবে অনেক দেশই এর সঠিক হিসাব না রাখায় প্রকৃত সংখ্যা নির্ণয় করা যায়নি। প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি বলে জানিয়েছে সংস্থাটি।
১৫-২৯ বছর বয়সী তরুণদের মধ্যে আত্মহত্যার হার অত্যধিক। এ ছাড়া ক্রমশ ৫০ বছরেরও বেশি বয়সীদের মধ্যে আত্মহত্যার হার বাড়ছে।
ভারতে আত্মহত্যা নিষিদ্ধ হলেও দেশটিতে এর হার অনেক বেশি। দেশটিতে প্রতি এক লাখের মধ্যে ২১ জনই আত্মহত্যা করে থাকে বলে উল্লেখ করা হয়েছে।
আত্মহত্যার হার ধনী দেশগুলোর তুলনায় নিম্ন আয় ও মধ্য আয়ের দেশগুলোর মধ্যে বেশি। তবে ইউরোপের অনেক ধনী দেশে আত্মহত্যার প্রবণতা বেশ উদ্বেগজনক মাত্রায়ই রয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, মুসলিম দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা অপেক্ষাকৃত কম। ধর্মীয় কারণেই ওই দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা কম বলে উল্লেখ করা হয়েছে।
ডব্লিউএইচও জানিয়েছে, আত্মহত্যার কারণগুলোর মধ্যে অন্যতম হল মানসিক অবসাদ, প্রিয় মানুষের মৃত্যু, সম্পর্কের ছাড়াছাড়ি, ঋণ, মাদক সেবন ইত্যাদি।