সাপ নিয়ে নতুন একটি তথ্য পাওয়া গেল। যুক্তরাষ্ট্রের আরকানসাস বিশ্ববিদ্যালয়ের এক গবেষকের কাছ থেকে পাওয়া নতুন এই তথ্যটি আঁতকে ওঠার মতো। তিনি গবেষণা করে দেখিয়েছেন সাপ মারা যাওয়ার পরও তার বিষ নষ্ট হয় না।
বিষাক্ত কোনো সাপ মারা যাওয়ার পর তার দেহের বিষ কার্যকর থাকে। এমনকি মারা যাওয়ার পর কিছু সময় পর্যন্ত কামড়ে দেওয়ারও ক্ষমতা রাখে। বিষাক্ত সাপের মৃত্যুর পড়েও তাদের মস্তিষ্ক ক্রিয়াশীল থাকে। এ অবস্থায় সেটি যে কাউকে কামড়ে দিতে পারে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরকানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষকের বরাত দিয়ে খালিজ টাইমস এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে।
আরকানসাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভেন বুয়েপ্রে বলেন, ‘একটি সাপের ময়নাতদন্তে দেখা গেছে, এর দেহের বিভিন্ন অংশ তখনও সচল ছিল। এমনকি অনেকাংশ ইলেক্ট্রিকের মতো চার্জ হচ্ছিল। এটা থেকে বুঝা যায়, সাপের স্নায়ুতন্ত্রগুলো তার মারা যাওয়ার কয়েক ঘণ্টা পর পর্যন্ত সচল থাকে।’
কিছুক্ষণ আগে মারা যাওয়া সাপের স্নায়ুতন্ত্রের চ্যানেলগুলো খুলে যায়। এর মধ্য দিয়ে তখন অনু-পরমাণুগুলো যাতায়াত করতে থাকে। এর ফলে এক ধরনের ইলেক্ট্রিক তাড়নের সৃষ্টি হয় যা সাপের দেহের কোষগুলো সচল রাখে। ওই অবস্থায় সাপটি কামড়ও দিতে পারে।
লাইভ সাইন্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, সাপের মতো আরও কয়েক ধরনের ঠাণ্ডা রক্তের সরীসৃপ প্রাণীর শরীরে এ ধরনের গঠনপ্রণালী বিদ্যমান।