বিশ্বের প্রায় ৯০ ভাগ মনুষ্য অধ্যুষিত এলাকা এখন মোবাইল নেটওয়ার্কের আওতায়। মোবাইলের মাধ্যমে যদি আবহাওয়া সম্পর্কে আগাম তথ্য জানা যায়, তাহলে মানুষের কাছে আজকের বিশ্ব নিঃসন্দেহে অনেক সহজ হয়ে যাবে।
রেইন সেল আফ্রিকা নামের একটি প্রতিষ্ঠানের গবেষকরা জানিয়েছেন, মোবাইল ফোন ব্যবহার করে এখন স্থানীয়ভাবেই বৃষ্টিপাতের আগাম সতর্কতা পাওয়া যাবে। তাদের গবেষণা অনুযায়ী এতে নির্ভরশীলতার হার ৯৫ ভাগ। সম্প্রতি আফ্রিকার দেশ বারকিনা ফাসোতে তারা এর সফল পরীক্ষা চালিয়েছেন।
মোবাইল ফোন যেমন বেতার বার্তা পাঠায় তেমনি সিগন্যাল তথা নেটওয়ার্কের সমস্যার বিষয়টিও রেকর্ড করে। আর এই নেটওয়ার্ক সমস্যার কিছুটা বৃষ্টিপাতের কারণে হয়ে থাকে। এ বিষয়টি মাথায় রেখেই গবেষণায় নামেন গবেষকরা এবং তারা সফলতাও পান।
গবেষকরা জানান, যে এলাকায় নেটওয়ার্ক যত ভালো হবে বৃষ্টিপাতের সতর্কতাও ততটা সঠিক হবে। শুধু বৃষ্টিপাতের সতর্কতাই নয়; মোবাইল প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টিপাতের পরিমাণ, শুষ্কতা, আর্দ্রতা, জমির আর্দ্রতাসহ আবহাওয়া বিষয়ক অনেক কিছুই জানা সম্ভব হবে।