ঢাকার মিরপুরে ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এ স্কুলে এখন শিক্ষা নিচ্ছে ৮০ জনেরও বেশি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী।
শিক্ষকরাও অনেকে দৃষ্টি প্রতিবন্ধী
এ স্কুলে সমন্বিত শিক্ষা কার্যক্রম থাকায় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন মিম পড়াশুনা করছে এখানে। ক্লাসের সব বন্ধুরা দৃষ্টি প্রতিবন্ধী হলেও ওদের সঙ্গে পড়াশুনা করতে ভালোই লাগে তার। প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ স্কুলের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পাঠদান চলে। এ স্কুলের শিক্ষকদের মধ্যেও কেউ কেউ আছেন দৃষ্টি প্রতিবন্ধী।
ব্রেইল পড়া
বাংলাদেশে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা ৫০ হাজারের মতো। অবশ্য ব্যাপ্টিস্ট মিশন স্কুলের দুই শিক্ষার্থী মিলে একটি ব্রেইল বই পড়তে হয়। বাংলাদেশে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বইয়ের অভাব অনেক বেশি। সহজলভ্য না হওয়ায় বেশিরভাগ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাই বইয়ের সঙ্কটে থাকেন।
হাতের কাজেও তারা পাকা
ব্যাপ্টিস্ট মিশন স্কুলে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শেখানো হয় হাতের কাজও। শিক্ষার্থীরা অনেক আগ্রহ নিয়ে এসব কাজ শেখেন। অনেক প্রতিষ্ঠানও কিনে নিয়ে যায় তাদের তৈরি জিনিসপত্র।
ফিজিওথেরাপি
ব্যাপ্টিস্ট মিশন স্কুলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে দেয়া হয় ফিজিওথেরাপিও। কারণ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনেকেরই শারীরিক কিছু সমস্যা থাকে, যেগুলো এই ফিজিওথেরাপির মাধ্যমেই সমাধান করা সম্ভব।