বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সম্পাদক, নাটোর জেলা সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ এক বছরের বেশি সময় জেলে বন্দী থাকার পর গতকাল দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্ত হন তিনি। এ সময় বিএনপির সাবেক এই ভূমি উপমন্ত্রীকে দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তার জামিনের কাগজ নাটোর চিফ জুডিশিয়াল আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। পরে কাগজপত্র যাচাই শেষে বেলা ২টার দিকে রামেক হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি দেওয়া হয় তাকে। মুক্তি পাওয়ার পর হাসপাতালের প্রিজন সেল থেকে বেরিয়ে তিনি নাটোরের উদ্দেশে রওনা হন। অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর থেকে রামেক হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। কারাগার সূত্র জানায়, একটি হত্যা মামলায় ২০১২ সালের ৯ ডিসেম্বর দুলুকে গ্রেফতার করা হয়। ২০১৩ সালের ১২ আগস্ট তাকে নাটোর জেলা কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হলে ১৭ সেপ্টেম্বর চিকিৎসার জন্য রামেক হাসপাতালের প্রিজন সেলের ক্যাবিনে ভর্তি করা হয়। এর পর থেকে তিনি হাসপাতালের হৃদরোগ বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।