শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

ইলিয়াসের বাড়িতে মির্জা ফখরুলসহ নেতা-কর্মীদের ভিড়

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, স্বামী নিখোঁজ হওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সন্তানদের নিয়ে আমি দেখা করেছিলাম। ইলিয়াসকে ফিরে পেতে তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন। দুই বছর পার হলেও প্রধানমন্ত্রীর আশ্বাস শুধু আশ্বাসই রয়ে গেছে। তার আশ্বাসে আর কোনো ভরসা পাচ্ছি না।

এদিকে ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতা-কর্মীদের সন্ধান দাবিতে রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশে এখন আর কেউ নিরাপদ নন। ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতা-কর্মীদের ফিরে পেতে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। গুমের অভিযোগ এনে সরকারের বিরুদ্ধে 'মানবতাবিরোধী' অপরাধের অভিযোগও আনেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে নিখোঁজ ইলিয়াস পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে বেলা ২টার দিকে বনানীর সিলেট হাউসে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি ইলিয়াসপত্নীকে দলীয় প্রধানের সহমর্মিতার বার্তা পেঁৗছে দেন। চতুর্থ তলায় ড্রইংরুমে তাহসিনা রুশদীর লুনার সঙ্গে প্রায় আধঘণ্টা কথা বলেন ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি ইলিয়াস আলীর সন্তানদের খোঁজখবর নেন। এ সময় তার বড় ছেলে আবরার ইলিয়াস অর্ণব, ছোট ছেলে লাবিব শারার, লুনার ছোটবোন দিলারা শারমীনসহ নিকটাত্দীয়রা উপস্থিত ছিলেন। একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল শারীরিকভাবে অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত মহাসচিব তার বিছানার পাশে গিয়ে কুশল বিনিময় করেন। মির্জা ফখরুলের সঙ্গে বিএনপি নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, শিরিন সুলতানা, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, শামা ওবায়েদ, রফিক শিকদার, শায়রুল কবির খান, বজলুল করীম চৌধুরী আবেদ, ওবায়দুল হক নাসির, সিলেটের নেতা কাইয়ুম চৌধুরী, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিকালে বিএনপির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সুনামগঞ্জ জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক কলিম উদ্দিন মিলনসহ সিলেটের বেশ কয়েকজন নেতা-কর্মী ইলিয়াস পরিবারের প্রতি সমবেদনা জানান। সাংবাদিকদের কাছে সজল কণ্ঠে লুনা জানান, দুই বছর পার হলেও নিখোঁজ স্বামীর বিষয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের বিষয়ে কিছুই তাকে জানানো হয়নি। তিনি অভিযোগ করে বলেন, 'আমার স্বামীকে রাজনৈতিক কারণে গুম করা হয়েছে। প্রধানমন্ত্রীর তরফ থেকে আশ্বস্ত করা হলেও এখনো আমার স্বামীর সন্ধান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারেনি। গত দেড় বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কেউ আমার সঙ্গে দেখা করেননি। আমি আশাবাদী, আমার স্বামী আমার কাছে আবার ফিরে আসবেন। এ জন্য আমি এখন আল্লাহর ওপর ভরসা করে আছি।' আলোচনা সভায় সরকারকে হুঁশিয়ার করে দিয়ে মির্জা ফখরুল বলেন, গুম, খুন, নির্যাতন করে ক্ষমতা স্থায়ী করা যায় না। সরকারের উদ্দেশে তিনি বলেন, 'দ্রুত নির্বাচন দিন, না হয় একনায়কদের পরিণতি আপনাদেরও ভোগ করতে হবে।' তিনি প্রশ্ন রাখেন- রিজওয়ানা হাসানের স্বামী, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমকে যদি তুলে নেওয়া যায়, তাহলে এ দেশে আর কে নিরাপদ? এদিকে সিলেট মহানগরে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ মিলাদ মাহফিল কর্মসূচি পালন করেছে। শাহজালাল (রহ.)-এর দরগা মসজিদ প্রাঙ্গণে মিলাদ পড়ে ইলিয়াস আলীর মুক্তি কামনা করা হয়। এ ছাড়া ইলিয়াস আলীর নিজ এলাকা বিশ্বনাথ ও মৌলভীবাজারে পৃথকভাবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি।

সর্বশেষ খবর