বগুড়ায় জিয়াউল হক জিয়া ওরফে জেলহজ্ব (৪২) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুর পৌনে ৩টায় বগুড়া শহরের রাজাবাজারের সামনে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি বগুড়া শহরের ধরমপুর এলাকার রইচ উদ্দিন সরদারের ছেলে।
জানা যায়, গতকাল বগুড়া শহরের রাজাবাজারের ভিতর থেকে একদল যুবক জিয়াকে ধাওয়া করে। জিয়া পালিয়ে যাওয়ার সময় রাজাবাজারের সামনের সড়কে পড়ে যান। সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ফায়জুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের হাতে থাকা একটি মামলার কপি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত মামলার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
কুষ্টিয়ায় নিজ বাড়িতে ব্যবসায়ী খুন
কুষ্টিয়া প্রতিনিধি জানান, এদিকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে বাচ্চু ভুঁইয়া (৪৫) নামে এক ক্রোকারিজ ব্যবসায়ী খুন হয়েছেন। বুধবার গভীর রাতে শহরতলির চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, নরসিংদী জেলার রায়পুর থানার কাতারিকান্দি গ্রামের মৃত ইউনুস ভুঁইয়ার ছেলে বাচ্চু। গত ১৫ বছর ধরে কুষ্টিয়ার ভাটাপাড়া এলাকায় বাড়ি করে কোকারিজের ব্যবসা করে আসছিলেন। তার পরিবারের অন্য সদস্যরা ঢাকায় বসবাস করেন। প্রতিদিনের মতো তার স্ত্রী গতকাল সকালে ফোন করলে কোনো সাড়া-শব্দ না পেয়ে পাশের বাড়িতে জানান। এ সময় প্রতিবেশীরা ডাকাডাকি করলে কোনো সাড়া-শব্দ না পেয়ে পুলিশের সহযোগিতায় বাড়ির গ্রিল ভেঙে ভেতরে ঢুকে বাথরুমের পাশে বাচ্চু ভুঁইয়ার লাশ পড়ে থাকতে দেখতে পান। ধারণা করা হচ্ছে গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। বাড়ি থেকে অনেক মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। মডেল থানার ওসি আবদুল খালেক বলেন, কি কারণে তাকে খুন করা হয়েছে তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
শিরোনাম
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
বগুড়ায় প্রকাশ্য সড়কে গলা কেটে হত্যা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর