ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল এই তারকা প্রধানমন্ত্রী ঝাড়ু হাতে নেমে পড়লেন রাজপথে। উদ্দেশ্য একটাই- ‘স্বচ্ছ ভারত’ (পরিচ্ছন্ন ভারত) তৈরি করা। আর গতকাল ছিল ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। তাই তো এ দিন থেকেই পরিচ্ছন্ন ভারতের আনুষ্ঠানিক সূচনা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকাল ৯টা নাগাদ নয়াদিল্লির বাল্মীকি বস্তি এলাকায় ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করেন মোদি। মহাত্মাগান্ধীর স্বপ্ন অনুযায়ী আগামী ২০১৯ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত করার পরিকল্পনা নিয়েছে নরেন্দ্র মোদি। গতকালের অভিযানে সব সরকারি কর্মচারীদেরও যোগ দিতে নির্দেশ দিয়েছিলেন মোদি। সাধারণত মহাত্মা গান্ধীর জন্মদিনে ভারতের সরকারি ছুটি থাকে। কিন্তু সেই ছুটি বাতিল করে দেশের প্রায় ৩০ লাখ সরকারি কর্মচারীও নিজেদের অফিসে গিয়ে এই পরিচ্ছন্ন ভারত অভিযানে শামিল হন।
পরে নয়াদিল্লির রাজপথে এক অনুষ্ঠান থেকে দেশবাসীর উদ্দেশে মোদি বলেন, গান্ধীজির স্বপ্ন ছিল পরিচ্ছন্ন ভারত গড়ে তোলা। কিন্তু বাপুজির সেই স্বপ্ন এখনো অধরা রয়ে আছে। তিনি বলেন, ‘এই পরিচ্ছন্ন অভিযান কি কেবল একজন ঝাড়ুদারের কাজ? দেশের নাগরিক হিসেবে আমাদেরও কি দায়িত্ব নয়, দেশকে পরিচ্ছন্ন রাখা? আমাদের এই মানসিকতার পরিবর্তন করতেই হবে।’ তিনি বলেন, পরিচ্ছন্ন ভারত অভিযান কেবল একটা লোক দেখানো ব্যাপার নয়। তার মতে, ‘সরকার কেবল বাহবা আদায়ের জন্য এই অভিযান চালু করেনি। আমি জানি কয়েকদিন পরই এ কাজের সমালোচনা করা হবে। কিন্তু আমিও সেই সমালোচনার মুখোমুখি হতে প্রস্তুত আছি।’ মোদি বলেন, ‘আমরা মঙ্গলে পদার্পণ করেছি। কোনো প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী সেখানে যাননি। মানুষ সর্বোপরি আমাদের বিজ্ঞানীদের সাফল্যের ফলেই এই স্বপ্ন সফল হয়েছে। তার প্রশ্ন- আমরা কি পরিচ্ছন্ন ভারত গড়তে পারব না? তিনি বলেন, ভারতীয়রা যদি মঙ্গলে যেতে পারে, তাহলে তারা কী আমাদের রাস্তা-ঘাট পরিষ্কার করতে পারবেন না? মোদির মতে, ভারত পারবে, ভারতবাসী পারবে।’ এর আগে মহাত্মা গান্ধীর ১৪৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল সকালে নয়াদিল্লির রাজঘাটে তার সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। -কলকাতা প্রতিনিধি
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
স্বচ্ছ ভারত অভিযানে মোদি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর