ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল এই তারকা প্রধানমন্ত্রী ঝাড়ু হাতে নেমে পড়লেন রাজপথে। উদ্দেশ্য একটাই- ‘স্বচ্ছ ভারত’ (পরিচ্ছন্ন ভারত) তৈরি করা। আর গতকাল ছিল ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। তাই তো এ দিন থেকেই পরিচ্ছন্ন ভারতের আনুষ্ঠানিক সূচনা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকাল ৯টা নাগাদ নয়াদিল্লির বাল্মীকি বস্তি এলাকায় ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করেন মোদি। মহাত্মাগান্ধীর স্বপ্ন অনুযায়ী আগামী ২০১৯ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত করার পরিকল্পনা নিয়েছে নরেন্দ্র মোদি। গতকালের অভিযানে সব সরকারি কর্মচারীদেরও যোগ দিতে নির্দেশ দিয়েছিলেন মোদি। সাধারণত মহাত্মা গান্ধীর জন্মদিনে ভারতের সরকারি ছুটি থাকে। কিন্তু সেই ছুটি বাতিল করে দেশের প্রায় ৩০ লাখ সরকারি কর্মচারীও নিজেদের অফিসে গিয়ে এই পরিচ্ছন্ন ভারত অভিযানে শামিল হন।
পরে নয়াদিল্লির রাজপথে এক অনুষ্ঠান থেকে দেশবাসীর উদ্দেশে মোদি বলেন, গান্ধীজির স্বপ্ন ছিল পরিচ্ছন্ন ভারত গড়ে তোলা। কিন্তু বাপুজির সেই স্বপ্ন এখনো অধরা রয়ে আছে। তিনি বলেন, ‘এই পরিচ্ছন্ন অভিযান কি কেবল একজন ঝাড়ুদারের কাজ? দেশের নাগরিক হিসেবে আমাদেরও কি দায়িত্ব নয়, দেশকে পরিচ্ছন্ন রাখা? আমাদের এই মানসিকতার পরিবর্তন করতেই হবে।’ তিনি বলেন, পরিচ্ছন্ন ভারত অভিযান কেবল একটা লোক দেখানো ব্যাপার নয়। তার মতে, ‘সরকার কেবল বাহবা আদায়ের জন্য এই অভিযান চালু করেনি। আমি জানি কয়েকদিন পরই এ কাজের সমালোচনা করা হবে। কিন্তু আমিও সেই সমালোচনার মুখোমুখি হতে প্রস্তুত আছি।’ মোদি বলেন, ‘আমরা মঙ্গলে পদার্পণ করেছি। কোনো প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী সেখানে যাননি। মানুষ সর্বোপরি আমাদের বিজ্ঞানীদের সাফল্যের ফলেই এই স্বপ্ন সফল হয়েছে। তার প্রশ্ন- আমরা কি পরিচ্ছন্ন ভারত গড়তে পারব না? তিনি বলেন, ভারতীয়রা যদি মঙ্গলে যেতে পারে, তাহলে তারা কী আমাদের রাস্তা-ঘাট পরিষ্কার করতে পারবেন না? মোদির মতে, ভারত পারবে, ভারতবাসী পারবে।’ এর আগে মহাত্মা গান্ধীর ১৪৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল সকালে নয়াদিল্লির রাজঘাটে তার সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। -কলকাতা প্রতিনিধি
শিরোনাম
- আনিসুল-সালমানদের বিরুদ্ধে ৮ জানুয়ারির মধ্যে তদন্ত শেষের নির্দেশ
- ইউটিউবে সুজানের নতুন গান ‘নিঝুম রাত’
- মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে নয়: ঢামেক পরিচালক
- দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার : মির্জা ফখরুল
- বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণে স্বাবলম্বী ২৯ হাজার পরিবার
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
- ১০ হাজার মানুষের একমাত্র ভরসা কাঠের সেতু এখন অকেজো
- 'অশ্লীল' তকমা দিয়ে নিষিদ্ধ করা হয় মাধুরীর গান
- গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর, বাঁচাতে গিয়ে দগ্ধ স্বামী
- টানা জয়ের বিশ্বরেকর্ড এককভাবে মরক্কোর
- ট্রাকচাপায় জাবি ছাত্রী নিহত
- ৫ দফা দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের মানববন্ধন
- পঞ্চগড়ে ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচিতে মিলছে সাড়া
- ১৬ লাশের মধ্যে সাত লাশ হস্তান্তর হতে পারে
- চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে আটক ৬১ জেলে
- জুলাই-আগস্টের ৭ মামলায় সালমান-আনিসুলসহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির
- নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান বাড়বে: চবি উপাচার্য
- খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে স্থায়ীভাবে অপসারণ
- সূচকের পতনে পুঁজিবাজারে চলছে লেনদেন
- নারায়ণগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
স্বচ্ছ ভারত অভিযানে মোদি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর