ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল এই তারকা প্রধানমন্ত্রী ঝাড়ু হাতে নেমে পড়লেন রাজপথে। উদ্দেশ্য একটাই- ‘স্বচ্ছ ভারত’ (পরিচ্ছন্ন ভারত) তৈরি করা। আর গতকাল ছিল ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। তাই তো এ দিন থেকেই পরিচ্ছন্ন ভারতের আনুষ্ঠানিক সূচনা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকাল ৯টা নাগাদ নয়াদিল্লির বাল্মীকি বস্তি এলাকায় ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করেন মোদি। মহাত্মাগান্ধীর স্বপ্ন অনুযায়ী আগামী ২০১৯ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত করার পরিকল্পনা নিয়েছে নরেন্দ্র মোদি। গতকালের অভিযানে সব সরকারি কর্মচারীদেরও যোগ দিতে নির্দেশ দিয়েছিলেন মোদি। সাধারণত মহাত্মা গান্ধীর জন্মদিনে ভারতের সরকারি ছুটি থাকে। কিন্তু সেই ছুটি বাতিল করে দেশের প্রায় ৩০ লাখ সরকারি কর্মচারীও নিজেদের অফিসে গিয়ে এই পরিচ্ছন্ন ভারত অভিযানে শামিল হন।
পরে নয়াদিল্লির রাজপথে এক অনুষ্ঠান থেকে দেশবাসীর উদ্দেশে মোদি বলেন, গান্ধীজির স্বপ্ন ছিল পরিচ্ছন্ন ভারত গড়ে তোলা। কিন্তু বাপুজির সেই স্বপ্ন এখনো অধরা রয়ে আছে। তিনি বলেন, ‘এই পরিচ্ছন্ন অভিযান কি কেবল একজন ঝাড়ুদারের কাজ? দেশের নাগরিক হিসেবে আমাদেরও কি দায়িত্ব নয়, দেশকে পরিচ্ছন্ন রাখা? আমাদের এই মানসিকতার পরিবর্তন করতেই হবে।’ তিনি বলেন, পরিচ্ছন্ন ভারত অভিযান কেবল একটা লোক দেখানো ব্যাপার নয়। তার মতে, ‘সরকার কেবল বাহবা আদায়ের জন্য এই অভিযান চালু করেনি। আমি জানি কয়েকদিন পরই এ কাজের সমালোচনা করা হবে। কিন্তু আমিও সেই সমালোচনার মুখোমুখি হতে প্রস্তুত আছি।’ মোদি বলেন, ‘আমরা মঙ্গলে পদার্পণ করেছি। কোনো প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী সেখানে যাননি। মানুষ সর্বোপরি আমাদের বিজ্ঞানীদের সাফল্যের ফলেই এই স্বপ্ন সফল হয়েছে। তার প্রশ্ন- আমরা কি পরিচ্ছন্ন ভারত গড়তে পারব না? তিনি বলেন, ভারতীয়রা যদি মঙ্গলে যেতে পারে, তাহলে তারা কী আমাদের রাস্তা-ঘাট পরিষ্কার করতে পারবেন না? মোদির মতে, ভারত পারবে, ভারতবাসী পারবে।’ এর আগে মহাত্মা গান্ধীর ১৪৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল সকালে নয়াদিল্লির রাজঘাটে তার সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। -কলকাতা প্রতিনিধি
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল
স্বচ্ছ ভারত অভিযানে মোদি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর