ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল এই তারকা প্রধানমন্ত্রী ঝাড়ু হাতে নেমে পড়লেন রাজপথে। উদ্দেশ্য একটাই- ‘স্বচ্ছ ভারত’ (পরিচ্ছন্ন ভারত) তৈরি করা। আর গতকাল ছিল ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। তাই তো এ দিন থেকেই পরিচ্ছন্ন ভারতের আনুষ্ঠানিক সূচনা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকাল ৯টা নাগাদ নয়াদিল্লির বাল্মীকি বস্তি এলাকায় ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করেন মোদি। মহাত্মাগান্ধীর স্বপ্ন অনুযায়ী আগামী ২০১৯ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত করার পরিকল্পনা নিয়েছে নরেন্দ্র মোদি। গতকালের অভিযানে সব সরকারি কর্মচারীদেরও যোগ দিতে নির্দেশ দিয়েছিলেন মোদি। সাধারণত মহাত্মা গান্ধীর জন্মদিনে ভারতের সরকারি ছুটি থাকে। কিন্তু সেই ছুটি বাতিল করে দেশের প্রায় ৩০ লাখ সরকারি কর্মচারীও নিজেদের অফিসে গিয়ে এই পরিচ্ছন্ন ভারত অভিযানে শামিল হন।
পরে নয়াদিল্লির রাজপথে এক অনুষ্ঠান থেকে দেশবাসীর উদ্দেশে মোদি বলেন, গান্ধীজির স্বপ্ন ছিল পরিচ্ছন্ন ভারত গড়ে তোলা। কিন্তু বাপুজির সেই স্বপ্ন এখনো অধরা রয়ে আছে। তিনি বলেন, ‘এই পরিচ্ছন্ন অভিযান কি কেবল একজন ঝাড়ুদারের কাজ? দেশের নাগরিক হিসেবে আমাদেরও কি দায়িত্ব নয়, দেশকে পরিচ্ছন্ন রাখা? আমাদের এই মানসিকতার পরিবর্তন করতেই হবে।’ তিনি বলেন, পরিচ্ছন্ন ভারত অভিযান কেবল একটা লোক দেখানো ব্যাপার নয়। তার মতে, ‘সরকার কেবল বাহবা আদায়ের জন্য এই অভিযান চালু করেনি। আমি জানি কয়েকদিন পরই এ কাজের সমালোচনা করা হবে। কিন্তু আমিও সেই সমালোচনার মুখোমুখি হতে প্রস্তুত আছি।’ মোদি বলেন, ‘আমরা মঙ্গলে পদার্পণ করেছি। কোনো প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী সেখানে যাননি। মানুষ সর্বোপরি আমাদের বিজ্ঞানীদের সাফল্যের ফলেই এই স্বপ্ন সফল হয়েছে। তার প্রশ্ন- আমরা কি পরিচ্ছন্ন ভারত গড়তে পারব না? তিনি বলেন, ভারতীয়রা যদি মঙ্গলে যেতে পারে, তাহলে তারা কী আমাদের রাস্তা-ঘাট পরিষ্কার করতে পারবেন না? মোদির মতে, ভারত পারবে, ভারতবাসী পারবে।’ এর আগে মহাত্মা গান্ধীর ১৪৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল সকালে নয়াদিল্লির রাজঘাটে তার সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। -কলকাতা প্রতিনিধি
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
স্বচ্ছ ভারত অভিযানে মোদি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর