ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল এই তারকা প্রধানমন্ত্রী ঝাড়ু হাতে নেমে পড়লেন রাজপথে। উদ্দেশ্য একটাই- ‘স্বচ্ছ ভারত’ (পরিচ্ছন্ন ভারত) তৈরি করা। আর গতকাল ছিল ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। তাই তো এ দিন থেকেই পরিচ্ছন্ন ভারতের আনুষ্ঠানিক সূচনা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকাল ৯টা নাগাদ নয়াদিল্লির বাল্মীকি বস্তি এলাকায় ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করেন মোদি। মহাত্মাগান্ধীর স্বপ্ন অনুযায়ী আগামী ২০১৯ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত করার পরিকল্পনা নিয়েছে নরেন্দ্র মোদি। গতকালের অভিযানে সব সরকারি কর্মচারীদেরও যোগ দিতে নির্দেশ দিয়েছিলেন মোদি। সাধারণত মহাত্মা গান্ধীর জন্মদিনে ভারতের সরকারি ছুটি থাকে। কিন্তু সেই ছুটি বাতিল করে দেশের প্রায় ৩০ লাখ সরকারি কর্মচারীও নিজেদের অফিসে গিয়ে এই পরিচ্ছন্ন ভারত অভিযানে শামিল হন।
পরে নয়াদিল্লির রাজপথে এক অনুষ্ঠান থেকে দেশবাসীর উদ্দেশে মোদি বলেন, গান্ধীজির স্বপ্ন ছিল পরিচ্ছন্ন ভারত গড়ে তোলা। কিন্তু বাপুজির সেই স্বপ্ন এখনো অধরা রয়ে আছে। তিনি বলেন, ‘এই পরিচ্ছন্ন অভিযান কি কেবল একজন ঝাড়ুদারের কাজ? দেশের নাগরিক হিসেবে আমাদেরও কি দায়িত্ব নয়, দেশকে পরিচ্ছন্ন রাখা? আমাদের এই মানসিকতার পরিবর্তন করতেই হবে।’ তিনি বলেন, পরিচ্ছন্ন ভারত অভিযান কেবল একটা লোক দেখানো ব্যাপার নয়। তার মতে, ‘সরকার কেবল বাহবা আদায়ের জন্য এই অভিযান চালু করেনি। আমি জানি কয়েকদিন পরই এ কাজের সমালোচনা করা হবে। কিন্তু আমিও সেই সমালোচনার মুখোমুখি হতে প্রস্তুত আছি।’ মোদি বলেন, ‘আমরা মঙ্গলে পদার্পণ করেছি। কোনো প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী সেখানে যাননি। মানুষ সর্বোপরি আমাদের বিজ্ঞানীদের সাফল্যের ফলেই এই স্বপ্ন সফল হয়েছে। তার প্রশ্ন- আমরা কি পরিচ্ছন্ন ভারত গড়তে পারব না? তিনি বলেন, ভারতীয়রা যদি মঙ্গলে যেতে পারে, তাহলে তারা কী আমাদের রাস্তা-ঘাট পরিষ্কার করতে পারবেন না? মোদির মতে, ভারত পারবে, ভারতবাসী পারবে।’ এর আগে মহাত্মা গান্ধীর ১৪৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল সকালে নয়াদিল্লির রাজঘাটে তার সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। -কলকাতা প্রতিনিধি
শিরোনাম
- কবরস্থানে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা
- বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু
- নিয়মকানুনের কড়াকড়িতে সিঙ্গাপুর ছাড়ছেন ধনী চীনারা
- চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- ৬২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি
- রাকসু নির্বাচন : হল সংসদের ৩৯ পদে প্রতিদ্বন্দ্বী নেই, ৪ পদ ফাঁকা
- বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় : রুমিন ফারহানা
- অন্তর্বর্তী সরকার সংবিধানের মৌলিক রদবদল করার ম্যান্ডেট রাখে না : জিল্লুর রহমান
- হ্যান্ডশেক এড়িয়ে বিতর্কে ভারত, ক্ষুব্ধ শোয়েব আখতার
- ‘চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে’
- অসুস্থতার ছুটি চেয়ে বার্তা, ১০ মিনিট পরেই হারালেন প্রাণ
- কিউবান অভিবাসীর চাপাতির কোপে প্রাণ গেল ভারতীয়ের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের
- বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
- পাকিস্তান ক্রিকেটারদের মান নেই, সিঙ্গেলও নিতে পারে না: শোয়েব আখতার
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা
- খেলার বাইরে রাজনীতি: ভারত–পাকিস্তান ম্যাচে ইতিহাসে নজিরবিহীন বিতর্ক
- ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা
- ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
- শাহ আমানত বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক
- ভারতের কাছে পাকিস্তানের হারের প্রধান তিন কারণ
স্বচ্ছ ভারত অভিযানে মোদি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর