রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

কফিনের সঙ্গে গয়েশ্বর

জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের কফিন নিয়ে শোক মিছিলে জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও অংশ নিয়েছেন। গতকাল বায়তুল মোকাররম মসজিদে জানাজার পর তাকে ঢাকার মগবাজারে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহানও জানাজায় অংশগ্রহণ করেন। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গোলাম আযমের জানাজা শেষে কফিন নিয়ে শোক মিছিলসহ জামায়াতের নেতা-কর্মীরা মগবাজারের পথে রওনা দেন। শান্তিনগরে এই মিছিলে যোগ দেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বেশ কিছু দূর পর্যন্ত মিছিলের সঙ্গে যান। গয়েশ্বর ও মো. শাহজাহান ছাড়া বিএনপির নীতি-নির্ধারকদের কাউকে গোলাম আযমের শোক মিছিল কিংবা জানাজায় দেখা যায়নি। যুদ্ধাপরাধে দণ্ডিত গোলাম আযমের মৃত্যুর পর বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েও কোনো জবাব পাননি সাংবাদিকরা। গোলাম আযমের মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে কোনো শোক জানানো না হলেও গয়েশ্বর চন্দ্র নিজের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানিয়েছিলেন। শুক্রবার তিনি এক অনুষ্ঠানে বলেন, ‘একাত্তরে তার ভূমিকা নিয়ে ভিন্নমত থাকতে পারে। কিন্তু তিনি একজন ভাষাসৈনিক। এ জন্য তিনি সম্মান পাওয়ার যোগ্য।’ বায়তুল মোকাররম মসজিদে জানাজায় দেখা গেছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে। তবে তিনি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন। বিএনপির সহযোগী সংগঠন ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেকও জানাজায় অংশ নেন। এ ছাড়া ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, মুসলিম লীগ নেতা নুরুল হুদা, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, শামসুদ্দিন পারভেজ, মাসুদ খান, বিজেপির সালাহউদ্দিন মতিন প্রকাশ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা এটিএম  হেমায়েতউদ্দিনও জানাজায় অংশ নেন।

সর্বশেষ খবর