শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

পাংশায় কৃষক লীগ সভাপতি গুলিবিদ্ধ

রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের জেলা সভাপতি মুন্সী নাদের হোসেনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যার চেষ্টা করেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে পাংশা শহরে এ হামলার ঘটনা ঘটে। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়া জানান, মুন্সী নাদের হোসেন বাজারে যাচ্ছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। দুটি গুলি তার বুকে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক। ওসি জানান, সন্ত্রাসীদের ধরতে শহরে অভিযান চলছে।

 

সর্বশেষ খবর