ভারতের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসে পরিবর্তন আসছে। আর সেটা দলের হাল ধরার। সোনিয়া গান্ধীর বদলে দলের সর্বভারতীয় সভাপতি পদে আসতে চলেছেন তারই পুত্র রাহুল গান্ধী। দলীয় সূত্রে খবর চলতি মাসের শেষেই দলের শীর্ষ পদে আসতে পারেন রাহুল। তাছাড়া সোনিয়া নিজেও চাইছেন দলের শীর্ষ পদের দায়িত্ব এবার অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে। চলতি মাসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। দলের সভাপতির পদ ছাড়াও অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিতেও বেশ কিছু রদবদলের সম্ভাবনা আছে। ২০১৩ সালের জানুয়ারিতে জয়পুরে কংগ্রেসের নীতিনির্ধারণী নভায় রাহুলকে দলের সহসভাপতির পদ দেওয়া হয়। তারপর থেকে বারবার তাকে সভাপতি করার কথা উঠলেও রাহুল তাতে সায় দেননি। কিন্তু দলের একটি বড় অংশ চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে দলীয় সভাপতি ঘোষণা করা হোক। তাদের ধারণা একমাত্র তবেই ফের চাঙ্গা হতে পারে জাতীয় কংগ্রেস। যদিও এ নিয়ে দলের মধ্যেই মতভেদ রয়েছে। ২০১৪ সালের লোকসভার ভোট এবং তার পরবর্তী সময়ে ভারতের বেশ কয়েকটি রাজ্যে দলের শোচনীয় ফলের পরই দলে রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে। দলের একটি অংশ এখনি সভাপতির পদে রাহুলকে না আনার পক্ষেই মত দিয়েছিল। গত মাসেই দেশটির পাঁচটির রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে একমাত্র পডুচেরিতে জয়ের মুখ দেখতে পায় কংগ্রেস। বাকি চার রাজ্যেই মুখ থুবড়ে পড়েছিল শতাব্দী প্রাচীন এই রাজনৈতিক দলটি। এই অবস্থায় রাহুলের হাতে কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়াটা কতটা ঠিক হবে তা নিয়েও জোর জল্পনা তৈরি হয়। তাছাড়া আগামী বছরেই উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে বিধানসভার নির্বাচন। দলের একটি সূত্র জানায়, এই সবদিক মাথায় রেখেই খুব শিগগির তাকে সভাপতির পদে বসানো হতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গ, কেরল, আসাম এবং তামিলনাড়ুতে কংগ্রেসের ভরাডুবির পর দলের সাংগঠনিক পদেও বড়সড় রদবদল ঘটানো হতে পারে। যদিও এই বিষয়ে সরকারিভাবে দলের তরফে কিছুই নিশ্চিত করা হয়নি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ