ভারতের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসে পরিবর্তন আসছে। আর সেটা দলের হাল ধরার। সোনিয়া গান্ধীর বদলে দলের সর্বভারতীয় সভাপতি পদে আসতে চলেছেন তারই পুত্র রাহুল গান্ধী। দলীয় সূত্রে খবর চলতি মাসের শেষেই দলের শীর্ষ পদে আসতে পারেন রাহুল। তাছাড়া সোনিয়া নিজেও চাইছেন দলের শীর্ষ পদের দায়িত্ব এবার অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে। চলতি মাসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। দলের সভাপতির পদ ছাড়াও অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিতেও বেশ কিছু রদবদলের সম্ভাবনা আছে। ২০১৩ সালের জানুয়ারিতে জয়পুরে কংগ্রেসের নীতিনির্ধারণী নভায় রাহুলকে দলের সহসভাপতির পদ দেওয়া হয়। তারপর থেকে বারবার তাকে সভাপতি করার কথা উঠলেও রাহুল তাতে সায় দেননি। কিন্তু দলের একটি বড় অংশ চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে দলীয় সভাপতি ঘোষণা করা হোক। তাদের ধারণা একমাত্র তবেই ফের চাঙ্গা হতে পারে জাতীয় কংগ্রেস। যদিও এ নিয়ে দলের মধ্যেই মতভেদ রয়েছে। ২০১৪ সালের লোকসভার ভোট এবং তার পরবর্তী সময়ে ভারতের বেশ কয়েকটি রাজ্যে দলের শোচনীয় ফলের পরই দলে রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে। দলের একটি অংশ এখনি সভাপতির পদে রাহুলকে না আনার পক্ষেই মত দিয়েছিল। গত মাসেই দেশটির পাঁচটির রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে একমাত্র পডুচেরিতে জয়ের মুখ দেখতে পায় কংগ্রেস। বাকি চার রাজ্যেই মুখ থুবড়ে পড়েছিল শতাব্দী প্রাচীন এই রাজনৈতিক দলটি। এই অবস্থায় রাহুলের হাতে কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়াটা কতটা ঠিক হবে তা নিয়েও জোর জল্পনা তৈরি হয়। তাছাড়া আগামী বছরেই উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে বিধানসভার নির্বাচন। দলের একটি সূত্র জানায়, এই সবদিক মাথায় রেখেই খুব শিগগির তাকে সভাপতির পদে বসানো হতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গ, কেরল, আসাম এবং তামিলনাড়ুতে কংগ্রেসের ভরাডুবির পর দলের সাংগঠনিক পদেও বড়সড় রদবদল ঘটানো হতে পারে। যদিও এই বিষয়ে সরকারিভাবে দলের তরফে কিছুই নিশ্চিত করা হয়নি।
শিরোনাম
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
শিগগিরই কংগ্রেস প্রেসিডেন্ট
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর