ভারতের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসে পরিবর্তন আসছে। আর সেটা দলের হাল ধরার। সোনিয়া গান্ধীর বদলে দলের সর্বভারতীয় সভাপতি পদে আসতে চলেছেন তারই পুত্র রাহুল গান্ধী। দলীয় সূত্রে খবর চলতি মাসের শেষেই দলের শীর্ষ পদে আসতে পারেন রাহুল। তাছাড়া সোনিয়া নিজেও চাইছেন দলের শীর্ষ পদের দায়িত্ব এবার অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে। চলতি মাসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। দলের সভাপতির পদ ছাড়াও অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিতেও বেশ কিছু রদবদলের সম্ভাবনা আছে। ২০১৩ সালের জানুয়ারিতে জয়পুরে কংগ্রেসের নীতিনির্ধারণী নভায় রাহুলকে দলের সহসভাপতির পদ দেওয়া হয়। তারপর থেকে বারবার তাকে সভাপতি করার কথা উঠলেও রাহুল তাতে সায় দেননি। কিন্তু দলের একটি বড় অংশ চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে দলীয় সভাপতি ঘোষণা করা হোক। তাদের ধারণা একমাত্র তবেই ফের চাঙ্গা হতে পারে জাতীয় কংগ্রেস। যদিও এ নিয়ে দলের মধ্যেই মতভেদ রয়েছে। ২০১৪ সালের লোকসভার ভোট এবং তার পরবর্তী সময়ে ভারতের বেশ কয়েকটি রাজ্যে দলের শোচনীয় ফলের পরই দলে রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে। দলের একটি অংশ এখনি সভাপতির পদে রাহুলকে না আনার পক্ষেই মত দিয়েছিল। গত মাসেই দেশটির পাঁচটির রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে একমাত্র পডুচেরিতে জয়ের মুখ দেখতে পায় কংগ্রেস। বাকি চার রাজ্যেই মুখ থুবড়ে পড়েছিল শতাব্দী প্রাচীন এই রাজনৈতিক দলটি। এই অবস্থায় রাহুলের হাতে কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়াটা কতটা ঠিক হবে তা নিয়েও জোর জল্পনা তৈরি হয়। তাছাড়া আগামী বছরেই উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে বিধানসভার নির্বাচন। দলের একটি সূত্র জানায়, এই সবদিক মাথায় রেখেই খুব শিগগির তাকে সভাপতির পদে বসানো হতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গ, কেরল, আসাম এবং তামিলনাড়ুতে কংগ্রেসের ভরাডুবির পর দলের সাংগঠনিক পদেও বড়সড় রদবদল ঘটানো হতে পারে। যদিও এই বিষয়ে সরকারিভাবে দলের তরফে কিছুই নিশ্চিত করা হয়নি।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
শিগগিরই কংগ্রেস প্রেসিডেন্ট
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর