ভারতের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসে পরিবর্তন আসছে। আর সেটা দলের হাল ধরার। সোনিয়া গান্ধীর বদলে দলের সর্বভারতীয় সভাপতি পদে আসতে চলেছেন তারই পুত্র রাহুল গান্ধী। দলীয় সূত্রে খবর চলতি মাসের শেষেই দলের শীর্ষ পদে আসতে পারেন রাহুল। তাছাড়া সোনিয়া নিজেও চাইছেন দলের শীর্ষ পদের দায়িত্ব এবার অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে। চলতি মাসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। দলের সভাপতির পদ ছাড়াও অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিতেও বেশ কিছু রদবদলের সম্ভাবনা আছে। ২০১৩ সালের জানুয়ারিতে জয়পুরে কংগ্রেসের নীতিনির্ধারণী নভায় রাহুলকে দলের সহসভাপতির পদ দেওয়া হয়। তারপর থেকে বারবার তাকে সভাপতি করার কথা উঠলেও রাহুল তাতে সায় দেননি। কিন্তু দলের একটি বড় অংশ চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে দলীয় সভাপতি ঘোষণা করা হোক। তাদের ধারণা একমাত্র তবেই ফের চাঙ্গা হতে পারে জাতীয় কংগ্রেস। যদিও এ নিয়ে দলের মধ্যেই মতভেদ রয়েছে। ২০১৪ সালের লোকসভার ভোট এবং তার পরবর্তী সময়ে ভারতের বেশ কয়েকটি রাজ্যে দলের শোচনীয় ফলের পরই দলে রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে। দলের একটি অংশ এখনি সভাপতির পদে রাহুলকে না আনার পক্ষেই মত দিয়েছিল। গত মাসেই দেশটির পাঁচটির রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে একমাত্র পডুচেরিতে জয়ের মুখ দেখতে পায় কংগ্রেস। বাকি চার রাজ্যেই মুখ থুবড়ে পড়েছিল শতাব্দী প্রাচীন এই রাজনৈতিক দলটি। এই অবস্থায় রাহুলের হাতে কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়াটা কতটা ঠিক হবে তা নিয়েও জোর জল্পনা তৈরি হয়। তাছাড়া আগামী বছরেই উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে বিধানসভার নির্বাচন। দলের একটি সূত্র জানায়, এই সবদিক মাথায় রেখেই খুব শিগগির তাকে সভাপতির পদে বসানো হতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গ, কেরল, আসাম এবং তামিলনাড়ুতে কংগ্রেসের ভরাডুবির পর দলের সাংগঠনিক পদেও বড়সড় রদবদল ঘটানো হতে পারে। যদিও এই বিষয়ে সরকারিভাবে দলের তরফে কিছুই নিশ্চিত করা হয়নি।
শিরোনাম
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
- গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত
- বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রেখে হাইকোর্টের রায়
শিগগিরই কংগ্রেস প্রেসিডেন্ট
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর