ভারতের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসে পরিবর্তন আসছে। আর সেটা দলের হাল ধরার। সোনিয়া গান্ধীর বদলে দলের সর্বভারতীয় সভাপতি পদে আসতে চলেছেন তারই পুত্র রাহুল গান্ধী। দলীয় সূত্রে খবর চলতি মাসের শেষেই দলের শীর্ষ পদে আসতে পারেন রাহুল। তাছাড়া সোনিয়া নিজেও চাইছেন দলের শীর্ষ পদের দায়িত্ব এবার অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে। চলতি মাসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। দলের সভাপতির পদ ছাড়াও অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিতেও বেশ কিছু রদবদলের সম্ভাবনা আছে। ২০১৩ সালের জানুয়ারিতে জয়পুরে কংগ্রেসের নীতিনির্ধারণী নভায় রাহুলকে দলের সহসভাপতির পদ দেওয়া হয়। তারপর থেকে বারবার তাকে সভাপতি করার কথা উঠলেও রাহুল তাতে সায় দেননি। কিন্তু দলের একটি বড় অংশ চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে দলীয় সভাপতি ঘোষণা করা হোক। তাদের ধারণা একমাত্র তবেই ফের চাঙ্গা হতে পারে জাতীয় কংগ্রেস। যদিও এ নিয়ে দলের মধ্যেই মতভেদ রয়েছে। ২০১৪ সালের লোকসভার ভোট এবং তার পরবর্তী সময়ে ভারতের বেশ কয়েকটি রাজ্যে দলের শোচনীয় ফলের পরই দলে রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে। দলের একটি অংশ এখনি সভাপতির পদে রাহুলকে না আনার পক্ষেই মত দিয়েছিল। গত মাসেই দেশটির পাঁচটির রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে একমাত্র পডুচেরিতে জয়ের মুখ দেখতে পায় কংগ্রেস। বাকি চার রাজ্যেই মুখ থুবড়ে পড়েছিল শতাব্দী প্রাচীন এই রাজনৈতিক দলটি। এই অবস্থায় রাহুলের হাতে কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়াটা কতটা ঠিক হবে তা নিয়েও জোর জল্পনা তৈরি হয়। তাছাড়া আগামী বছরেই উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে বিধানসভার নির্বাচন। দলের একটি সূত্র জানায়, এই সবদিক মাথায় রেখেই খুব শিগগির তাকে সভাপতির পদে বসানো হতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গ, কেরল, আসাম এবং তামিলনাড়ুতে কংগ্রেসের ভরাডুবির পর দলের সাংগঠনিক পদেও বড়সড় রদবদল ঘটানো হতে পারে। যদিও এই বিষয়ে সরকারিভাবে দলের তরফে কিছুই নিশ্চিত করা হয়নি।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল