সংখ্যালঘু পুরোহিত ও এসপি বাবুলের স্ত্রীসহ সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও জাতীয় হিন্দু মহাজোট। একই সঙ্গে সাম্প্রদায়িক হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তারা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দেশে সাম্প্রতিক সব হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে তারা সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে টার্গেট কিলিংয়ের কারণে আজ কোনো মানুষ নিরাপদ নেই। কয়েক দিনের ব্যবধানে পুরোহিত নিত্যরঞ্জন পাণ্ডে, আনন্দ গোপাল গাঙ্গুলী, সুনীল গমেজ ও মাহমুদা খানম মিতুকে হত্যা করা হলো। আগামী দিনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। মানববন্ধন থেকে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে এবং মানবতা জাগরণে ঢাকেশ্বরী মন্দিরে ২০ জুন বিশেষ প্রার্থনার আয়োজন করেছে সংগঠনটি। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জয়ন্ত কুমার দেব, সন্তোষ শর্মা প্রমুখ। একই স্থানে পৃথক আরেক মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ বলেন, ঝিনাইদহে পুরোহিত গাঙ্গুলীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর আগে নেত্রকোনায় অর্জুন বিশ্বাস, গোবিন্দগঞ্জে তরুণ দত্ত ও দেবেশ প্রামাণিক, পঞ্চগড়ে যজ্ঞেশ্বর দাস অধিকারী, গোপালগঞ্জে সাধু পরমানন্দ রায়কে হত্যা করা হয়েছে। খুনি চক্র চিহ্নিত না হওয়ায় একের পর এক হত্যাকাণ্ড চলছেই। বক্তারা বলেন, ইউপি নির্বাচন চলাকালে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায় নির্যাতিত হয়েছে; যা অতীতের সব রেকর্ড ম্লান করেছে। মানববন্ধনে বক্তব্য দেন সংখ্যালঘু কল্যাণ সমিতির চেয়ারম্যান এস এস গোস্বামী, হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, প্রেসিডিয়াম মেম্বার কালীপদ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি ড. সোনালী দাস প্রমুখ।
শিরোনাম
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল