ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেছেন, সন্ত্রাস-জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থানে জঙ্গি হামলা করা হচ্ছে। এসবের মূল নেতৃত্বে রয়েছে জামায়াত-শিবির। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি পথভ্রষ্ট জঙ্গি ও ধর্মের বিকৃত অনুসারী তরুণদের জন্য মাদক নিরাময় কেন্দ্রের আদলে আলাদা জঙ্গি নিরাময় কেন্দ্র করার পরামর্শ দিয়েছেন। এদিকে পিস টিভির পরিচালক জাকির নায়েককে বিশ্ব কল্যাণের অভিশাপ আখ্যা দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, জাকির নায়েক আন্তর্জাতিক জঙ্গিবাদের শিক্ষাগুরু। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছেন। তিনি বলেন, নবী দাওয়াত দিতেন। আর নায়েবে রসুল হচ্ছেন হক্কানি ওলামারা। কিন্তু জঙ্গিরা ইসলামের নামে যা করছে তা ঠিক নয়। তারা (জঙ্গিরা) সরলমনা মানুষদের ইসলামের কথা বলে ধর্মের বিকৃত শিক্ষা দিচ্ছে। গরিব শ্রেণিকে বেশি টার্গেট করছে তারা। চাকরি দিয়ে, প্রশিক্ষণ দিয়ে তাদের তৈরি করে এসব কাজে ব্যবহার করা হচ্ছে। তিনি পথভ্রষ্ট জঙ্গি ও বিকৃত ধর্মের অনুসারী তরুণদের জন্য মাদক নিরাময় কেন্দ্রের আদলে আলাদা জঙ্গি নিরাময় কেন্দ্র করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, অভিভাবকদের সতর্ক থাকতে হবে। তাদের সন্তানদের বিকৃত শিক্ষা দেওয়া হচ্ছে। সন্তানদের সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে হামলায় জামায়াত চক্রের হাত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন স্থানে হামলার মাধ্যমে দেশকে অস্থির করা হচ্ছে। সরকার এসবের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন ১১ জুলাই সারা দেশে ৫৫০ স্পটে ওলামাদের সমাবেশের আয়োজন করেছে। এসব সমাবেশে মূল বিষয় হচ্ছে সন্ত্রাস-জঙ্গিবাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই। এ ছাড়া ১৩ থেকে ২১ জুলাইর মধ্যে ৬৪ জেলায় ইমাম-আলেমদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করবে ইসলামিক ফাউন্ডেশন। তিনি বলেন, জঙ্গিবাদবিরোধী বিশেষ খুতবা দেওয়া হবে আগামী শুক্রবার। এ ছাড়া ওই খুতবা লিফলেট তৈরি করে সারা দেশের ৩ লাখ মসজিদে বিতরণ করার উদ্যোগ নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। তিনি বলেন, দেশে সরকার আছে, শিক্ষানীতি আছে। কিন্তু সেই শিক্ষানীতির বাইরে মডেল স্কুল, কলেজ, মাদ্রাসা তৈরি করে সেখানে বিকৃত শিক্ষা দেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানের বই-পুস্তকে ইসলামের বিকৃত শিক্ষা দেওয়া হয়। আর এসব প্রতিষ্ঠানের আড়ালে রয়েছে জামায়াত-শিবিরের নেতৃত্ব। জেএমবিসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতৃত্বে জামায়াত-শিবির রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইসলামী মাইক্রোক্রেডিটের নামে বিভিন্ন এনজিও তৈরি করে জঙ্গিবাদের আশ্রয় দেওয়া হচ্ছে। আর এসব এনজিও ব্যাংক থেকে ঋণ নিয়ে স্কুল, কলেজ প্রতিষ্ঠা করে সন্ত্রাস-জঙ্গিবাদের লালন-পালন করছে। তিনি বলেন, জামায়াত-শিবির ও জাকির নায়েক একই ধারার। তিনি বলেন, পিস টিভির সম্প্রচার বন্ধ হলে এই মতের ব্যক্তিদের বক্তব্যের প্রচার বন্ধ হবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল