ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেছেন, সন্ত্রাস-জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থানে জঙ্গি হামলা করা হচ্ছে। এসবের মূল নেতৃত্বে রয়েছে জামায়াত-শিবির। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি পথভ্রষ্ট জঙ্গি ও ধর্মের বিকৃত অনুসারী তরুণদের জন্য মাদক নিরাময় কেন্দ্রের আদলে আলাদা জঙ্গি নিরাময় কেন্দ্র করার পরামর্শ দিয়েছেন। এদিকে পিস টিভির পরিচালক জাকির নায়েককে বিশ্ব কল্যাণের অভিশাপ আখ্যা দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, জাকির নায়েক আন্তর্জাতিক জঙ্গিবাদের শিক্ষাগুরু। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছেন। তিনি বলেন, নবী দাওয়াত দিতেন। আর নায়েবে রসুল হচ্ছেন হক্কানি ওলামারা। কিন্তু জঙ্গিরা ইসলামের নামে যা করছে তা ঠিক নয়। তারা (জঙ্গিরা) সরলমনা মানুষদের ইসলামের কথা বলে ধর্মের বিকৃত শিক্ষা দিচ্ছে। গরিব শ্রেণিকে বেশি টার্গেট করছে তারা। চাকরি দিয়ে, প্রশিক্ষণ দিয়ে তাদের তৈরি করে এসব কাজে ব্যবহার করা হচ্ছে। তিনি পথভ্রষ্ট জঙ্গি ও বিকৃত ধর্মের অনুসারী তরুণদের জন্য মাদক নিরাময় কেন্দ্রের আদলে আলাদা জঙ্গি নিরাময় কেন্দ্র করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, অভিভাবকদের সতর্ক থাকতে হবে। তাদের সন্তানদের বিকৃত শিক্ষা দেওয়া হচ্ছে। সন্তানদের সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে হামলায় জামায়াত চক্রের হাত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন স্থানে হামলার মাধ্যমে দেশকে অস্থির করা হচ্ছে। সরকার এসবের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন ১১ জুলাই সারা দেশে ৫৫০ স্পটে ওলামাদের সমাবেশের আয়োজন করেছে। এসব সমাবেশে মূল বিষয় হচ্ছে সন্ত্রাস-জঙ্গিবাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই। এ ছাড়া ১৩ থেকে ২১ জুলাইর মধ্যে ৬৪ জেলায় ইমাম-আলেমদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করবে ইসলামিক ফাউন্ডেশন। তিনি বলেন, জঙ্গিবাদবিরোধী বিশেষ খুতবা দেওয়া হবে আগামী শুক্রবার। এ ছাড়া ওই খুতবা লিফলেট তৈরি করে সারা দেশের ৩ লাখ মসজিদে বিতরণ করার উদ্যোগ নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। তিনি বলেন, দেশে সরকার আছে, শিক্ষানীতি আছে। কিন্তু সেই শিক্ষানীতির বাইরে মডেল স্কুল, কলেজ, মাদ্রাসা তৈরি করে সেখানে বিকৃত শিক্ষা দেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানের বই-পুস্তকে ইসলামের বিকৃত শিক্ষা দেওয়া হয়। আর এসব প্রতিষ্ঠানের আড়ালে রয়েছে জামায়াত-শিবিরের নেতৃত্ব। জেএমবিসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতৃত্বে জামায়াত-শিবির রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইসলামী মাইক্রোক্রেডিটের নামে বিভিন্ন এনজিও তৈরি করে জঙ্গিবাদের আশ্রয় দেওয়া হচ্ছে। আর এসব এনজিও ব্যাংক থেকে ঋণ নিয়ে স্কুল, কলেজ প্রতিষ্ঠা করে সন্ত্রাস-জঙ্গিবাদের লালন-পালন করছে। তিনি বলেন, জামায়াত-শিবির ও জাকির নায়েক একই ধারার। তিনি বলেন, পিস টিভির সম্প্রচার বন্ধ হলে এই মতের ব্যক্তিদের বক্তব্যের প্রচার বন্ধ হবে।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
জাকির নায়েক আন্তর্জাতিক জঙ্গিবাদের শিক্ষাগুরু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর