ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেছেন, সন্ত্রাস-জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থানে জঙ্গি হামলা করা হচ্ছে। এসবের মূল নেতৃত্বে রয়েছে জামায়াত-শিবির। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি পথভ্রষ্ট জঙ্গি ও ধর্মের বিকৃত অনুসারী তরুণদের জন্য মাদক নিরাময় কেন্দ্রের আদলে আলাদা জঙ্গি নিরাময় কেন্দ্র করার পরামর্শ দিয়েছেন। এদিকে পিস টিভির পরিচালক জাকির নায়েককে বিশ্ব কল্যাণের অভিশাপ আখ্যা দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, জাকির নায়েক আন্তর্জাতিক জঙ্গিবাদের শিক্ষাগুরু। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছেন। তিনি বলেন, নবী দাওয়াত দিতেন। আর নায়েবে রসুল হচ্ছেন হক্কানি ওলামারা। কিন্তু জঙ্গিরা ইসলামের নামে যা করছে তা ঠিক নয়। তারা (জঙ্গিরা) সরলমনা মানুষদের ইসলামের কথা বলে ধর্মের বিকৃত শিক্ষা দিচ্ছে। গরিব শ্রেণিকে বেশি টার্গেট করছে তারা। চাকরি দিয়ে, প্রশিক্ষণ দিয়ে তাদের তৈরি করে এসব কাজে ব্যবহার করা হচ্ছে। তিনি পথভ্রষ্ট জঙ্গি ও বিকৃত ধর্মের অনুসারী তরুণদের জন্য মাদক নিরাময় কেন্দ্রের আদলে আলাদা জঙ্গি নিরাময় কেন্দ্র করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, অভিভাবকদের সতর্ক থাকতে হবে। তাদের সন্তানদের বিকৃত শিক্ষা দেওয়া হচ্ছে। সন্তানদের সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে হামলায় জামায়াত চক্রের হাত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন স্থানে হামলার মাধ্যমে দেশকে অস্থির করা হচ্ছে। সরকার এসবের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন ১১ জুলাই সারা দেশে ৫৫০ স্পটে ওলামাদের সমাবেশের আয়োজন করেছে। এসব সমাবেশে মূল বিষয় হচ্ছে সন্ত্রাস-জঙ্গিবাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই। এ ছাড়া ১৩ থেকে ২১ জুলাইর মধ্যে ৬৪ জেলায় ইমাম-আলেমদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করবে ইসলামিক ফাউন্ডেশন। তিনি বলেন, জঙ্গিবাদবিরোধী বিশেষ খুতবা দেওয়া হবে আগামী শুক্রবার। এ ছাড়া ওই খুতবা লিফলেট তৈরি করে সারা দেশের ৩ লাখ মসজিদে বিতরণ করার উদ্যোগ নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। তিনি বলেন, দেশে সরকার আছে, শিক্ষানীতি আছে। কিন্তু সেই শিক্ষানীতির বাইরে মডেল স্কুল, কলেজ, মাদ্রাসা তৈরি করে সেখানে বিকৃত শিক্ষা দেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানের বই-পুস্তকে ইসলামের বিকৃত শিক্ষা দেওয়া হয়। আর এসব প্রতিষ্ঠানের আড়ালে রয়েছে জামায়াত-শিবিরের নেতৃত্ব। জেএমবিসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতৃত্বে জামায়াত-শিবির রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইসলামী মাইক্রোক্রেডিটের নামে বিভিন্ন এনজিও তৈরি করে জঙ্গিবাদের আশ্রয় দেওয়া হচ্ছে। আর এসব এনজিও ব্যাংক থেকে ঋণ নিয়ে স্কুল, কলেজ প্রতিষ্ঠা করে সন্ত্রাস-জঙ্গিবাদের লালন-পালন করছে। তিনি বলেন, জামায়াত-শিবির ও জাকির নায়েক একই ধারার। তিনি বলেন, পিস টিভির সম্প্রচার বন্ধ হলে এই মতের ব্যক্তিদের বক্তব্যের প্রচার বন্ধ হবে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
জাকির নায়েক আন্তর্জাতিক জঙ্গিবাদের শিক্ষাগুরু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর