সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

চরমপন্থা সন্ত্রাস ইসলাম সমর্থন করে না

নিজস্ব প্রতিবেদক

চরমপন্থা সন্ত্রাস ইসলাম সমর্থন করে না

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, অস্ত্রের মাধ্যমে নিরীহ মানুষকে হত্যা, জ্বালাও-পোড়াও, আত্মঘাতী হামলা ইসলাম সমর্থন করে না। তিনি বলেন, ইসলামে জিহাদ আছে, সন্ত্রাস নেই। ইসলাম সন্ত্রাস বা চরমপন্থাকে সমর্থন করে না। জিহাদ আর সন্ত্রাসকে এক করা ইসলামবিরোধী শক্তির কারসাজি। সব প্রকার সন্ত্রাসী  কর্মকাণ্ড প্রতিহত করে শান্তি প্রতিষ্ঠা করাই ইসলামের মূল লক্ষ্য।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পীর চরমোনাই আরও বলেন, বিদেশিসহ সব ধর্ম ও মতের মানুষের জানমালের হেফাজত করা ইসলামের দায়িত্ব। তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশে শান্তি ফিরিয়ে আনতে হলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করতে হবে। তিনি বলেন, গুলশানের হোটেলে এবং শোলাকিয়া ঈদগাহের পাশে সন্ত্রাসী হামলার পরবর্তী বিভিন্ন পদক্ষেপ ইসলামী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কাজে লাগানো হচ্ছে। অবিলম্বে এসব অপতত্পরতা বন্ধ করতে হবে।

সর্বশেষ খবর