Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১৭ জুলাই, ২০১৬ ২৩:০৭

জাতীয় ঐক্যই ভীতি দূর করতে পারে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্যই ভীতি দূর করতে পারে

দেশ ও জাতির স্বার্থে রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রীকে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, সামপ্রতিক সময়ে যে ঘটনা ঘটছে, তা জঘন্য। এ ঘটনার প্রতিবাদ হতে পারে। এতে জনগণের মধ্যকার ভীতি দূর হবে। শুধু পরিবার বা মৌলভী সাহেবের হাতে তুলে দিলে হবে না।

গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ‘দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক ভেদাভেদ ভুলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে জাতীয় ঐক্যের আহ্বান’ শীর্ষক মানববন্ধনে এ আহ্বান জানান তিনি। ডা. জাফরুল্লাহ বলেন, জঙ্গিবাদের সমাধান প্রধানমন্ত্রীকেই সমাধান করতে হবে। তিনিই পারেন জাতীয় ঐক্যের ডাক দিতে। জাতীয় ঐক্যের জন্য সবাইকে নিয়ে আলোচনায় বসতে হবে। কারও ওপর দোষারোপ না করে তাকে তার বাবার মতো মহৎ হতে হবে। তিনি বলেন, ‘আজকে ছাত্ররা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। তাদের প্রাচুর্য আছে। তবে মানসিক যাতনাও আছে। একটা  খেলার মাঠ  নেই, সব  বেদখল হয়ে  গেছে। আমি তো মনে করি, জঙ্গিবাদের উত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা রয়েছে। বলছি না মদদ আছে, তবে ব্যর্থতা আছে। এখন পর্যন্ত তারা ছাত্র সংসদের নির্বাচন দিতে পারল না। কেউ মত প্রকাশ করতে পারছে না।’ পুলিশের নির্যাতনকে জঙ্গিবাদ উত্থানের কারণ বলেও মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ। মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য খালেকুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট সুলতান আলম মল্লিক প্রমুখ।


আপনার মন্তব্য