বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শাহজালালে নিরাপত্তার ঘাটতি নেই

নিজস্ব প্রতিবেদক

শাহজালালে নিরাপত্তার ঘাটতি নেই

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরে তিন স্তরের নিরাপত্তা দেওয়া হয়। তাই এখানে কোনো নিরাপত্তার ঘাটতি থাকার কথা নয়। গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। এ সময় সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান, শাহজালাল বিমানবন্দরের পরিচালক ও বিমানবন্দর-সংশ্লিষ্ট বিভিন্ন নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, গত ৬ নভেম্বরের হামলার বিষয়ে আগাম কোনো তথ্য তাদের কাছে ছিল না। এ ঘটনার পর বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৬ নভেম্বর সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যুবক ছুরি নিয়ে হামলা চালায়। ওই হামলাকারীকে ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন আনসার সদস্য সোহাগ আলী। সম্প্রতি বেশ কয়েকটি জঙ্গি হামলা ও হুমকির মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে পুলিশি নিরাপত্তার মধ্যেই আনসার সদস্য নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান জানান, কিছু দুষ্কৃতকারী বিমানবন্দরের ভিতরে প্রবেশের চেষ্টা করেছে। তবে আনসার এবং এপিবিএনের সদস্যরা জীবনবাজি রেখে তাদেরকে বাধা দেয়। এ সময়ই ছুরিকাঘাতে একজন নিহত হয়। এতে নিরাপত্তা ব্যবস্থার ব্যত্যয় ঘটেনি। হামলার পর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর