হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরে তিন স্তরের নিরাপত্তা দেওয়া হয়। তাই এখানে কোনো নিরাপত্তার ঘাটতি থাকার কথা নয়। গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। এ সময় সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান, শাহজালাল বিমানবন্দরের পরিচালক ও বিমানবন্দর-সংশ্লিষ্ট বিভিন্ন নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, গত ৬ নভেম্বরের হামলার বিষয়ে আগাম কোনো তথ্য তাদের কাছে ছিল না। এ ঘটনার পর বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৬ নভেম্বর সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যুবক ছুরি নিয়ে হামলা চালায়। ওই হামলাকারীকে ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন আনসার সদস্য সোহাগ আলী। সম্প্রতি বেশ কয়েকটি জঙ্গি হামলা ও হুমকির মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে পুলিশি নিরাপত্তার মধ্যেই আনসার সদস্য নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান জানান, কিছু দুষ্কৃতকারী বিমানবন্দরের ভিতরে প্রবেশের চেষ্টা করেছে। তবে আনসার এবং এপিবিএনের সদস্যরা জীবনবাজি রেখে তাদেরকে বাধা দেয়। এ সময়ই ছুরিকাঘাতে একজন নিহত হয়। এতে নিরাপত্তা ব্যবস্থার ব্যত্যয় ঘটেনি। হামলার পর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
শিরোনাম
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
শাহজালালে নিরাপত্তার ঘাটতি নেই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর