শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিজয়ী সমর্থকদের হামলা, বাড়িঘর ভাঙচুর

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার শাওরা গ্রামে জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী সদস্য প্রার্থী আলম বয়াতির সমর্থকরা হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাঙচুর করেছেন। এ সময় পাঁচ ব্যক্তি আহত হন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদে আলম বয়াতি বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সোহেল মোড়ল। স্থানীয় শাওরা গ্রামের দবির চোকদার সোহেল মোড়লের সমর্থক। আর সিরাজ চোকদার ও জুলহাস মাদবর আলম বয়াতির সমর্থক। নির্বাচনের দিন ফলাফল ঘোষণার পর আলম বয়াতির সমর্থকরা সোহেল ও তার সমর্থকদের ভোট কেন্দ্রে ধাওয়া করেছিলেন। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় ডগ্রি বাজারে তাদের সমর্থনকারী সিরাজ চোকদার ও দবির চোকদার সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। রাত ৮টার দিকে আলম বয়াতির সমর্থক সিরাজ চোকদার ও জুলহাস মাদবরের লোকজন দবির চোকদারের সমর্থকদের ওপর হামলা চালান। তারা দবির চোকদারের আত্মীয়স্বজনসহ ১০ ব্যক্তির ১৫টি বসতঘর ভাঙচুর করেন।

সর্বশেষ খবর