শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জটিল রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

জটিল রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের

নিজের ৩৫ বছরের কূটনীতিক জীবনে বাংলাদেশের মতো ‘জটিল’ রাজনৈতিক পরিস্থিতি কোথাও দেখেননি বলে মন্তব্য করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনই মন্তব্য করেন তিনি। বার্নিকাট বলেন, আমার ৩৫ বছরের কূটনীতিক জীবনে আমি কখনই বাংলাদেশের মতো জটিল রাজনৈতিক পরিস্থিতি দেখিনি। এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আমরা সব সময় আলোচনা করি, এটা চলমান রয়েছে। সদ্য গঠিত নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা চাই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার করতে নতুন মার্কিন প্রশাসন ও সরকার নিয়ে সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান বার্নিকাট। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বার্নিকাট বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছে।

সর্বশেষ খবর