মিরসরাই উপজেলার সোনাপাহাড় (মাস্তাননগর বাইপাস) এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় তিন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন— জজ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৩৬), দুদু মিয়ার স্ত্রী সাজেদা বেগম (৬৫) ও অহিদুল হকের স্ত্রী পেয়ারা আক্তার (৪০)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কাশিনগর গ্রামে। মিরসরাই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফরিদ উদ্দিন বলেন, সম্ভবত ১০ চাকার গাড়ি তাদের চাপা দিয়েছে। গাড়িটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহতরা মিরসরাই উপজেলার মাস্তাননগর এলাকার একটি সম্মেলনে যোগ দিতে এসেছিলেন। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        