বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিলের ভয়ে বিএনপি প্রহসনের নির্বাচনের ফাঁদে পা দেবে না।’ গতকাল এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে, পরপর দুটি সংসদ নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে। মাহবুব হোসেন বলেন, ‘বিএনপিকে আগামী নির্বাচনে আসতে হবে নতুবা নিবন্ধন বাতিল হবে— এই ভয় দেখিয়ে লাভ হবে না। আপনাদের (বর্তমান সরকার) প্রহসনমূলক নির্বাচনের ফাঁদে বিএনপি পা দেবে না। যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে।’
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী সংগ্রামী দলের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন অ্যাডভোকেট মাহবুব হোসেন। সংগঠনের সভানেত্রী ফারহানা জাহান নীপার সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আলোচনায় অংশ নেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি বলেন, ‘নির্বাচনকালীন সরকার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকলে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে, একটি সর্বদলীয় সরকার হবে, যে নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।’
তিনি বলেন, ‘সরকার যতই নির্বাচন কমিশন গঠন করুক, নির্বাচনকালীন সময়ে সরকার যদি নিরপেক্ষ না হয়, তাহলে সেই নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সংবিধানে নির্বাচন কমিশনের যতই ক্ষমতা থাকুক না কেন, তারা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না, অতীতের নির্বাচনগুলোতে আমরা তা বুঝেছি।’
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        