বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, রাজনীতি মানে টাকা কামানো নয়। টাকা বানানোর চিন্তা মাথায় রেখে সঠিক রাজনীতি করা যায় না। সোহেল তাজ একসময় ছিলেন প্রতিমন্ত্রী। তিনি গতকাল কাপাসিয়া উপজেলায় সরকারি ডাকবাংলোয় আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কথা বলছিলেন। তিনি বলেন, রাজনীতি করলে নীতি-আদর্শ বিসর্জন দিতে হবে এটা ঠিক নয়, নীতি-আদর্শ মজবুত থাকলেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো যায়। সোহেল তাজ বলেন, তার কর্তব্য হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। অন্যায় হলে তিনি সহ্য করবেন না। অন্যায়কে তিনি কখনো প্রশ্রয় দেননি। দেবেনও না। তিনি বলেন, যত দিন তিনি এমপি ছিলেন, ততদিন কাপাসিয়ার মর্যাদা নষ্ট হতে দেননি। কাপাসিয়ার ঐতিহ্য, কাপাসিয়ার গর্ব তাজউদ্দীন আহমদ। তাই তাজউদ্দীন আহমদের ঐতিহ্য ধরে রাখতে হবে। এই ঐতিহ্য নষ্ট করতে অনেকে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। সুবিধাবাদী চক্রের সমালোচনা করে সোহেল তাজ বলেন, এখন কাপাসিয়ায় আওয়ামী লীগের রাজনীতির সুসময়। তাই অনেকেই রাজনীতির মাঠে ঘোরাফেরা করছেন। দুঃসময় এলে এদের কাউকে পাওয়া যাবে না। ২০০১ সালের পর এই সুবিধাবাদীদের কাউকে পাওয়া যায়নি। তিনি ঘোষণা করেন, দুঃসময় এলে আবারও তিনি মাঠে নামবেন। কাপাসিয়ায় আওয়ামী লীগের রাজনীতি ধরে রাখতে প্রয়োজনে তিনি বার বার এখানে আসবেন। সোহেল তাজ একপর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে ছেলে তুরাজ আহমদ তাজকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, আমাদের পরিবারে প্রথম কেউ ব্যারিস্টার হলো। তুরাজ লন্ডন থেকে সনদ নিয়ে আগামী মার্চ মাসে আসবে। তিনি বলেন, এলাকার মানুষ তাকে যে ভালোবাসা দিয়েছে তা কখনো ভোলার নয়। সাধারণ মানুষ তাকে দুধ খাইয়েছে। অন্ধকার রাতে পথ দেখানোর জন্য হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে থেকেছে। তিনি বলেন, ‘দরদারিয়ায় আমি নিয়মিত আসব। সময় দেব। আপনারা আমায় পাবেন। মেজ আপা সিমিন হোসেনকেও আপনারা সবসময় কাছে পাবেন।’ আগামী নির্বাচনে তার বোনকে জয়যুক্ত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। ডাকবাংলোয় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, শ্রমিক লীগ সভাপতি আবদুল কাদির ফকির, যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন আহমদ সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান চেয়ারম্যান, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রধান, ছাত্রলীগের সাবেক সভাপতি রাজীব ঘোষ, ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি আবদুল কাইয়ুম প্রমুখ।
শিরোনাম
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
- পরের রাউন্ডে ভালো খেলবে বাংলাদেশ : নান্নু
- বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু ভিএফএস গ্লোবালের
- বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের
- অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদের মৃত্যু
- খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১
- হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনীতি মানে টাকা কামানো নয়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর