শিরোনাম
বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

কী হয়েছিল মধ্য রাতে কবি সুফিয়া কামাল হলে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মঙ্গলবার রাত ১টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে এক ছাত্রীর পায়ের রগ কেটে দেওয়া ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের মারধরের অভিযোগ ওঠে হল শাখা ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশার বিরুদ্ধে। এর পরই পুরো হলে আন্দোলন শুরু করেন সাধারণ ছাত্রীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হলে আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা ক্যাম্পাসে। তত্ক্ষণাৎ ৩-৪ হাজার শিক্ষার্থী জড় হয়ে বিক্ষোভ শুরু করেন ক্যাম্পাসে। এই মিছিল চলতে থাকে গতকাল ভোর পর্যন্ত। জানা যায়, মারধরে আহত ওই ছাত্রীর নাম মোর্শেদা খানম। হল শাখা ছাত্রলীগ সভাপতি এশা ওই ছাত্রীকে নিজ কক্ষে (৩০৭) ডেকে নিয়ে নির্যাতন করেন।

এ সময় চিৎকার শুনে হলটির অন্যান্য সাধারণ ছাত্রী তাকে উদ্ধারের জন্য যান। এ ঘটনার প্রতিবাদে সাধারণ ছাত্রীরা হলটির মাঠে অবস্থান নিয়ে এশাকে বহিষ্কারের দাবি করেন। নিশ্চয়তা চান নিরাপদভাবে হলে অবস্থানের। এ সময় তারা ‘নির্যাতনকারীর কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘মরতে নয়, পড়তে চাই’, ‘বোনের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’— স্লোগান দিতে থাকেন। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা। ছাত্রলীগের বাধা উপেক্ষা করে ছেলেদের হল থেকে মিছিলে মিছিলে কবি সুফিয়া কামাল হলের সামনে জড় হয়ে বিক্ষোভ করেন ৪-৫ হাজার শিক্ষার্থী। এ সময় তারা এশাকে বহিষ্কারের দাবি করেন। একপর্যায়ে এশাকে হল ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয় ছাত্রলীগ থেকেও। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ছাত্রী মারধরের অভিযোগে ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ সিনিয়র শিক্ষকরা বসে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এশাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের আগে এশাকে জুতার মালা পরান সাধারণ ছাত্রীরা। বিক্ষুব্ধ ছাত্রীদের অভিযোগ, ছাত্রলীগের হল শাখা সভাপতি এশা আগেও সাধারণ ছাত্রীদের নিজের কক্ষে ডেকে নিয়ে মারধর করতেন। তবে এদ্দিন ভয়ে কেউ মুখ খোলেননি। এদিকে ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে রাত ৪টার দিকে আন্দোলনকারীদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কবি সুফিয়া কামাল হল থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, শহীদ মিনার, ফুলার রোড, নীলক্ষেত, সূর্যসেন হল, জিয়া হল, ভিসি চত্বর, টিএসসি হয়ে ফের সুফিয়া কামাল হলের সামনে গিয়ে শেষ হয়। এতে ৫-৭ হাজার শিক্ষার্থী অংশ নেন। মিছিল থেকে হামলার প্রতিবাদ, নিরাপদ ক্যাম্পাস, নির্যাতন বন্ধ, কোটা সংস্কারসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সর্বশেষ খবর