বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আলজেরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২৫৭

প্রতিদিন ডেস্ক

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্তে ২৫৭ আরোহীর প্রাণহানি ঘটেছে। গতকাল রাজধানী আলজিয়ার্সের বোফারিক বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর পরই সামরিক ওই বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটিতে ১৪৭ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন। রাশিয়ার তৈরি বিমানটি গতকাল স্থানীয় সময় সকাল ৮টার দিকে উড্ডয়নের পর পরই বিমানবন্দরের পাশের কৃষিজমিতে বিধ্বস্ত হয়। বিমানটি পশ্চিমাঞ্চলের বেচার শহরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ভিডিও ফুটেজে দেখা যায়, অনেক ধোঁয়া উড়ছে। ইলিয়িশুন টু-সেভেন্টি সিক্স নামে বিমানটির বেশির ভাগ যাত্রীই ছিলেন সামরিক বাহিনীর সদস্য। সেখানে কোনো বড় সামরিক কর্মকর্তা ছিলেন কিনা তা প্রাথমিকভাবে নিশ্চিত করেনি আলজেরিয় কর্তৃপক্ষ। আলজেরিয়ার টেলিভিশন চ্যানেল এনাহার টিভি বলেছে, বিমানের যাত্রীদের মধ্যে ২৬ জন পশ্চিম সাহারার বিচ্ছিন্নতাবাদী পলিসারিও ফ্রন্টের সদস্য ছিলেন। এলাকাটিকে মরক্কোও নিজেদের এলাকা বলে দাবি করে থাকে। ঘটনাস্থলে পৌঁছে দেশটির সেনাবাহিনীর প্রধান বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ২০০৩ সালের পর দেশটিতে বিমান বিধ্বস্তে এটিই সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা। ওই বছর দেশটির বিমান সংস্থা এয়ার আলজেরিয়ার একটি বিমান তামানরাসেট থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়। এতে ১০২ আরোহী নিহত হন। ২০১৪ সালে দেশটির সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবার বহনকারী একটি বিমান বিধ্বস্তে ৭৭ জনের প্রাণহানি ঘটে। বিবিসি, আলজাজিরা

সর্বশেষ খবর