আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) ভরাডুবি হয়েছে। অন্যদিকে নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রেখেছে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সাদা প্যানেল। সোমবার ৭৮টি কেন্দ্রে ভোট গ্রহণের পর রাতেই আলাদা করে কেন্দ্রগুলোয় ফলাফল ঘোষণা করা হয়। সে অনুযায়ী বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, ১৪ পদের মধ্যে ১২টিতেই সাদা প্যানেল জয় পেয়েছে। আর দুটি পদে জয় পেয়েছে নীল প্যানেল। তবে পরে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে। সাদা প্যানেল থেকে সাধারণ আসনে ৭টি পদের মধ্যে ছয়জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন আবদুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুন, জেড আই খান পান্না, শ ম রেজাউল করিম, সৈয়দ রেজাউর রহমান ও মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল। সাধারণ আসনে নীল প্যানেল থেকে শুধু এ জে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক বা গ্রুপভিত্তিক সাতটি পদের মধ্যে সাদা প্যানেল ছয়টিতে জয়লাভ করেছে। তারা হলেন কাজী মো. নজিবুল্লাহ হিরু, মো. কবির উদ্দিন ভূঁইয়া, এ এফ মো. রুহুল আনাম চৌধুরী, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া ও রেজাউল করিম মন্টু। গ্রুপভিত্তিক আসনে নীল প্যানেল থেকে শুধু দেলোয়ার হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন। বার কাউন্সিলের ১৫ সদস্যের কমিটিতে সাধারণ ও আঞ্চলিক বা গ্রুপ আসনে সাতটি করে নির্বাচিত পদ। আইনজীবী ভোটাররা বার কাউন্সিলে তিন বছরের জন্য ১৪ জন সদস্যকে নির্বাচিত করেন। নির্বাচিত এই সদস্যদের ভোটেই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৫ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে সরকার সমর্থকরা নির্বাচিত হন।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
বার কাউন্সিলে বিএনপি সমর্থকদের ভরাডুবি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর