আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) ভরাডুবি হয়েছে। অন্যদিকে নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রেখেছে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সাদা প্যানেল। সোমবার ৭৮টি কেন্দ্রে ভোট গ্রহণের পর রাতেই আলাদা করে কেন্দ্রগুলোয় ফলাফল ঘোষণা করা হয়। সে অনুযায়ী বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, ১৪ পদের মধ্যে ১২টিতেই সাদা প্যানেল জয় পেয়েছে। আর দুটি পদে জয় পেয়েছে নীল প্যানেল। তবে পরে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে। সাদা প্যানেল থেকে সাধারণ আসনে ৭টি পদের মধ্যে ছয়জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন আবদুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুন, জেড আই খান পান্না, শ ম রেজাউল করিম, সৈয়দ রেজাউর রহমান ও মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল। সাধারণ আসনে নীল প্যানেল থেকে শুধু এ জে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক বা গ্রুপভিত্তিক সাতটি পদের মধ্যে সাদা প্যানেল ছয়টিতে জয়লাভ করেছে। তারা হলেন কাজী মো. নজিবুল্লাহ হিরু, মো. কবির উদ্দিন ভূঁইয়া, এ এফ মো. রুহুল আনাম চৌধুরী, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া ও রেজাউল করিম মন্টু। গ্রুপভিত্তিক আসনে নীল প্যানেল থেকে শুধু দেলোয়ার হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন। বার কাউন্সিলের ১৫ সদস্যের কমিটিতে সাধারণ ও আঞ্চলিক বা গ্রুপ আসনে সাতটি করে নির্বাচিত পদ। আইনজীবী ভোটাররা বার কাউন্সিলে তিন বছরের জন্য ১৪ জন সদস্যকে নির্বাচিত করেন। নির্বাচিত এই সদস্যদের ভোটেই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৫ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে সরকার সমর্থকরা নির্বাচিত হন।
শিরোনাম
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
বার কাউন্সিলে বিএনপি সমর্থকদের ভরাডুবি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর