আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) ভরাডুবি হয়েছে। অন্যদিকে নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রেখেছে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সাদা প্যানেল। সোমবার ৭৮টি কেন্দ্রে ভোট গ্রহণের পর রাতেই আলাদা করে কেন্দ্রগুলোয় ফলাফল ঘোষণা করা হয়। সে অনুযায়ী বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, ১৪ পদের মধ্যে ১২টিতেই সাদা প্যানেল জয় পেয়েছে। আর দুটি পদে জয় পেয়েছে নীল প্যানেল। তবে পরে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে। সাদা প্যানেল থেকে সাধারণ আসনে ৭টি পদের মধ্যে ছয়জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন আবদুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুন, জেড আই খান পান্না, শ ম রেজাউল করিম, সৈয়দ রেজাউর রহমান ও মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল। সাধারণ আসনে নীল প্যানেল থেকে শুধু এ জে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক বা গ্রুপভিত্তিক সাতটি পদের মধ্যে সাদা প্যানেল ছয়টিতে জয়লাভ করেছে। তারা হলেন কাজী মো. নজিবুল্লাহ হিরু, মো. কবির উদ্দিন ভূঁইয়া, এ এফ মো. রুহুল আনাম চৌধুরী, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া ও রেজাউল করিম মন্টু। গ্রুপভিত্তিক আসনে নীল প্যানেল থেকে শুধু দেলোয়ার হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন। বার কাউন্সিলের ১৫ সদস্যের কমিটিতে সাধারণ ও আঞ্চলিক বা গ্রুপ আসনে সাতটি করে নির্বাচিত পদ। আইনজীবী ভোটাররা বার কাউন্সিলে তিন বছরের জন্য ১৪ জন সদস্যকে নির্বাচিত করেন। নির্বাচিত এই সদস্যদের ভোটেই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৫ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে সরকার সমর্থকরা নির্বাচিত হন।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত