আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) ভরাডুবি হয়েছে। অন্যদিকে নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রেখেছে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সাদা প্যানেল। সোমবার ৭৮টি কেন্দ্রে ভোট গ্রহণের পর রাতেই আলাদা করে কেন্দ্রগুলোয় ফলাফল ঘোষণা করা হয়। সে অনুযায়ী বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, ১৪ পদের মধ্যে ১২টিতেই সাদা প্যানেল জয় পেয়েছে। আর দুটি পদে জয় পেয়েছে নীল প্যানেল। তবে পরে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে। সাদা প্যানেল থেকে সাধারণ আসনে ৭টি পদের মধ্যে ছয়জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন আবদুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুন, জেড আই খান পান্না, শ ম রেজাউল করিম, সৈয়দ রেজাউর রহমান ও মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল। সাধারণ আসনে নীল প্যানেল থেকে শুধু এ জে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক বা গ্রুপভিত্তিক সাতটি পদের মধ্যে সাদা প্যানেল ছয়টিতে জয়লাভ করেছে। তারা হলেন কাজী মো. নজিবুল্লাহ হিরু, মো. কবির উদ্দিন ভূঁইয়া, এ এফ মো. রুহুল আনাম চৌধুরী, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া ও রেজাউল করিম মন্টু। গ্রুপভিত্তিক আসনে নীল প্যানেল থেকে শুধু দেলোয়ার হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন। বার কাউন্সিলের ১৫ সদস্যের কমিটিতে সাধারণ ও আঞ্চলিক বা গ্রুপ আসনে সাতটি করে নির্বাচিত পদ। আইনজীবী ভোটাররা বার কাউন্সিলে তিন বছরের জন্য ১৪ জন সদস্যকে নির্বাচিত করেন। নির্বাচিত এই সদস্যদের ভোটেই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৫ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে সরকার সমর্থকরা নির্বাচিত হন।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
বার কাউন্সিলে বিএনপি সমর্থকদের ভরাডুবি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর