আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) ভরাডুবি হয়েছে। অন্যদিকে নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রেখেছে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সাদা প্যানেল। সোমবার ৭৮টি কেন্দ্রে ভোট গ্রহণের পর রাতেই আলাদা করে কেন্দ্রগুলোয় ফলাফল ঘোষণা করা হয়। সে অনুযায়ী বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, ১৪ পদের মধ্যে ১২টিতেই সাদা প্যানেল জয় পেয়েছে। আর দুটি পদে জয় পেয়েছে নীল প্যানেল। তবে পরে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে। সাদা প্যানেল থেকে সাধারণ আসনে ৭টি পদের মধ্যে ছয়জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন আবদুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুন, জেড আই খান পান্না, শ ম রেজাউল করিম, সৈয়দ রেজাউর রহমান ও মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল। সাধারণ আসনে নীল প্যানেল থেকে শুধু এ জে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক বা গ্রুপভিত্তিক সাতটি পদের মধ্যে সাদা প্যানেল ছয়টিতে জয়লাভ করেছে। তারা হলেন কাজী মো. নজিবুল্লাহ হিরু, মো. কবির উদ্দিন ভূঁইয়া, এ এফ মো. রুহুল আনাম চৌধুরী, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া ও রেজাউল করিম মন্টু। গ্রুপভিত্তিক আসনে নীল প্যানেল থেকে শুধু দেলোয়ার হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন। বার কাউন্সিলের ১৫ সদস্যের কমিটিতে সাধারণ ও আঞ্চলিক বা গ্রুপ আসনে সাতটি করে নির্বাচিত পদ। আইনজীবী ভোটাররা বার কাউন্সিলে তিন বছরের জন্য ১৪ জন সদস্যকে নির্বাচিত করেন। নির্বাচিত এই সদস্যদের ভোটেই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৫ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে সরকার সমর্থকরা নির্বাচিত হন।
শিরোনাম
- ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে
- মোহাম্মদপুরে বিদেশি রিভলভারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
- পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তা বদলি
- নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩.১ শতাংশ বেড়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
- তিতুমীর কলেজের সামনে ও আমতলীতে ককটেল বিস্ফোরণ
- রাজধানীতে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
- রায়ের আগে ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার
- কঙ্গোয় তামা–কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত ৩২ শ্রমিক
- ভারতকে লজ্জায় ফেলে পাকিস্তানের সহজ জয়
- লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা : নিহত ১
- ভেনেজুয়েলায় সামরিক হামলা নিয়ে মনস্থির করে ফেলেছি: ট্রাম্প
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা