চাপ বেড়েই চলেছে আর্জেন্টিনার ওপর। চাপে নুইয়ে পড়ছেন লিওনেল মেসি। আইসল্যান্ডের সঙ্গে ড্রয়ের পর হেরে যায় ক্রোয়েশিয়ার কাছে। পরের ম্যাচের প্রতিপক্ষ নাইজেরিয়া। প্রথম দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় ভুগতে শুরু করেছে আলবিসেলেস্তারা। চাপে রয়েছেন মেসিও। দুই ম্যাচে গোলের দেখা পাননি। আবার গোলও করাতে পারেননি। অথচ চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাটট্রিকসহ ৪ গোল করে সব আলো টেনে নিয়েছেন নিজের দিকে। দুই ম্যাচে কোনো জয় না পাওয়ায় হতাশার চাদরে ঢাকা পড়েছে আর্জেন্টাইন শিবির। ১৯৭৮ ও ’৮৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা এবার রাশিয়ায় পা রাখে তৃতীয় শিরোপা জয়ের স্বপ্নে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের নেতা হয়ে এসেছেন মেসি; যার অধিনায়কত্বে ২০১৪ সালে ফাইনাল খেলেছিল। তবে জিততে পারেনি। এর আগে ১৯৯০ সালেও ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। কাকতালীয় বিষয়, ১৯৯০ ও ২০১৪ সালে দুবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। সেই জার্মানিও এবার বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার রাস্তায় উঠে এসেছে। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা সুযোগ করে নেয় একেবারে শেষ সময়ে। মেসির দুরন্ত হ্যাটট্রিকে চিলিকে হারিয়ে জায়গা করে নেয় বিশ্বকাপের চূড়ান্ত আসরে। মেসি, আগুইয়েরো, দিবালাদের নিয়ে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে— এমন স্বপ্ন দেখছিলেন সমর্থকরা। কিন্তু প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর বাধাগ্রস্ত হয় সেই স্বপ্ন। সেরা ১৬-তে জায়গা নিতে দলটিকে হারাতেই হতো ক্রোয়েশিয়াকে। উল্টো মেসিরা হেরে যান ৩-০ গোলে। ওই হারেই শঙ্কায় পড়ে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ। অবশ্য এখনো সুযোগ রয়েছে দলটির। এজন্য আশ্রয় নিতে হবে সমীকরণের। যদি আইসল্যান্ড হেরে যায় নাইজেরিয়ার কাছে এবং আর্জেন্টিনা শেষ ম্যাচে আফ্রিকান প্রতিনিধিদের হারিয়ে দেয়, তাহলে চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। তখন আবার আইসল্যান্ডকেও হারতে হবে ক্রোটদের কাছে।
শিরোনাম
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন