বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন গভীর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন গভীর

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সম্পর্ক গভীর। দুই দেশের সুসম্পর্ক ধরে রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে অংশীদারিত্ব রয়েছে, তা গভীর এবং অব্যাহত থাকবে। দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র আগ্রহী ও প্রতিশ্রুতিবদ্ধ। আর সে লক্ষ্যেই একসঙ্গে কাজ করছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। বার্নিকাট বলেন, দুই দেশের ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করছি আমরা। দুই দেশই এ বিষয়ে সমান আন্তরিক।

সর্বশেষ খবর