ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে সরকারের ঘরেই আগুন জ্বলছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের একজন সদস্য সরাসরি বলেছেন, এ পদ্ধতি দেওয়া যাবে না। কিন্তু সরকার তা উপেক্ষা করে ৪ হাজার কোটি টাকা ব্যয়ে ইভিএম ব্যবহারে জোর দিচ্ছে। কারণ, সরকার জানে, ইভিএম হ্যাক করা যায়, সব মানুষকে ফাঁকি দিয়ে সরকার এর মাধ্যমে ১০০ আসনে জয় নিশ্চিত করার কৌশল করে রেখেছে। শুধু সরকার নয়, সরকারের নির্বাচন কমিশনও জনগণের সঙ্গে ফোরটোয়েন্টি করছে।’ জাতীয় প্রেস ক্লাবে গতকাল ‘গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী পরিষদের’ ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. রফিকুল ইসলাম মেহেদীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন প্রমুখ বক্তব্য দেন। বিএনপি নেতাদের উদ্দেশে মান্না বলেন, গতবার আপনারা নির্বাচন বর্জন করেছেন, তারা (আওয়ামী লীগ জোট) ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এবার নির্বাচনে যদি অংশ নেন, তারা পাস করবে কীভাবে? তাই ইভিএমের মাধ্যমে ১০০ আসন নিশ্চিত করছে, বাকিটা অন্য কৌশলে হবে। নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আবেগ দিয়ে কখনো যুদ্ধে জয় লাভ করা যায় না। খালেদা জিয়া ছাড়া এ নির্বাচন হবে না, নির্বাচনের আলোচনাও করা যাবে না, আমরা নির্বাচনে যাব না, এটা বলে লাভ নেই। সরকার নিজেও চায় আপনারা যেন নির্বাচনে না যান। কারণ, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন চায়।
শিরোনাম
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
ইসি জনগণের সঙ্গে ফোরটোয়েন্টি করছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর