ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে সরকারের ঘরেই আগুন জ্বলছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের একজন সদস্য সরাসরি বলেছেন, এ পদ্ধতি দেওয়া যাবে না। কিন্তু সরকার তা উপেক্ষা করে ৪ হাজার কোটি টাকা ব্যয়ে ইভিএম ব্যবহারে জোর দিচ্ছে। কারণ, সরকার জানে, ইভিএম হ্যাক করা যায়, সব মানুষকে ফাঁকি দিয়ে সরকার এর মাধ্যমে ১০০ আসনে জয় নিশ্চিত করার কৌশল করে রেখেছে। শুধু সরকার নয়, সরকারের নির্বাচন কমিশনও জনগণের সঙ্গে ফোরটোয়েন্টি করছে।’ জাতীয় প্রেস ক্লাবে গতকাল ‘গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী পরিষদের’ ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. রফিকুল ইসলাম মেহেদীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন প্রমুখ বক্তব্য দেন। বিএনপি নেতাদের উদ্দেশে মান্না বলেন, গতবার আপনারা নির্বাচন বর্জন করেছেন, তারা (আওয়ামী লীগ জোট) ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এবার নির্বাচনে যদি অংশ নেন, তারা পাস করবে কীভাবে? তাই ইভিএমের মাধ্যমে ১০০ আসন নিশ্চিত করছে, বাকিটা অন্য কৌশলে হবে। নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আবেগ দিয়ে কখনো যুদ্ধে জয় লাভ করা যায় না। খালেদা জিয়া ছাড়া এ নির্বাচন হবে না, নির্বাচনের আলোচনাও করা যাবে না, আমরা নির্বাচনে যাব না, এটা বলে লাভ নেই। সরকার নিজেও চায় আপনারা যেন নির্বাচনে না যান। কারণ, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন চায়।
শিরোনাম
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার