মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিমসটেক সামরিক মহড়া শুরু

নয়াদিল্লি প্রতিনিধি

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনোলজিকাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক)-ভুক্ত দেশগুলোর ‘মাইলেক্স-১৮’ নামক মাঠপর্যায়ের সামরিক প্রশিক্ষণ মহড়া গতকাল ভারতের পুনে শহরের অন্ধ মিলিটারি স্টেশনে শুরু হয়েছে। চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। বিমসটেক এই প্রথম সামরিক মহড়ার আয়োজন করল। ভারতীয় সেনাবাহিনীর প্রেস রিলিজে বলা হয়েছে, মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে সদস্য দেশগুলোর সেনাদল অংশ নিয়েছে। কুচকাওয়াজ অনুষ্ঠানে নেতৃত্ব দেন ভারতীয় সেনাদলের ক্যাপ্টেন গৌরব শর্মা। এই উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে সে দেশের একটি সেনাদল উপস্থিত ছিল। এ ছাড়া ছিল ভারত, মিয়ানমার, ভুটান ও শ্রীলঙ্কার সেনাদল। নেপাল কোনো সেনাদল পাঠায়নি। অনুষ্ঠানে থাইল্যান্ডের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিমসটেকের ছয় সদস্য দেশের মধ্যে পাঁচটি দেশের সেনাদলগুলোর চৌকশ মার্চ পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোল্ডেন কটার ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল সজীব শর্মা। কুচকাওয়াজের সময় অনুষ্ঠানস্থলের ওপর দিয়ে উড়ে যাওয়া আর্মি এভিয়েশনের হেলিকপ্টারগুলো সদস্য দেশগুলোর পতাকা বহন করে। মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর অফিসাররা উদ্বোধনী অনুষ্ঠানের শেষে পরস্পরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন। সন্ত্রাসবাদীদের মোকাবিলার জন্য পরিকল্পনা প্রণয়ন ও অভিযান চালনার অনুশীলনের লক্ষ্যে ‘বিমসটেক মাইলেক্স-১৮’ আয়োজন। বিপুল উদ্যমে চমৎকার সামরিক দৃঢ়তায় মহড়াটির জাঁকজমকপূর্ণ উদ্বোধনী ছিল মনোহর।

সর্বশেষ খবর