সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

কামালের বক্তব্য সংবিধান পরিপন্থী

নিজস্ব প্রতিবেদক

কামালের বক্তব্য সংবিধান পরিপন্থী

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তফ্রন্ট যে ধরনের প্রস্তাব দিয়েছে, তা সংবিধান পরিপন্থী ও অগ্রহণযোগ্য বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের কাছে তোফায়েল আহমেদ এমন দাবি করেন। তিনি বলেন, ড. কামাল হোসেন বা তার সঙ্গে যারা ছিলেন, তারা যে বক্তব্য রেখেছেন, তা সংবিধান পরিপন্থী; সংবিধান সেটা অ্যালাউ করবে না। আমাদের সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এর আগে নেপালের রাষ্ট্রদূত চোপলাল ভূষালের সঙ্গে সাক্ষাৎ করেন বাণিজ্যমন্ত্রী। সেই বিষয় ও ভিয়েতনাম সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কাজ পরিচালনা করবে। এ সময় নীতিগত বড় কোনো সিদ্ধান্ত তারা নেবে না। নির্বাচনকালীন সরকার নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সামগ্রিক সহায়তা দেবে। তিনি যুক্তফ্রন্টের জোট গঠনকে স্বাগত জানিয়ে বলেন, বহুদলীয় গণতন্ত্রে বাংলাদেশের যে কোনো দল জোট গঠন করে নির্বাচনে অংশ নিতে পারে। এখনো আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট আছে। বিএনপি নেতৃত্বাধীন জোট আছে। আরেকটা জোট যদি হয়, এটাকে আমরা অভিনন্দন জানাই।

সর্বশেষ খবর