নিরাপদ সড়ক আইন ‘বাস্তবধর্মী এবং যুগোপযোগী’ হিসেবে অভিহিত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, নিরাপদ সড়ক আইনে ঢালাওভাবে গাড়ির চালকদের অভিযুক্ত না করে বরং অভিযোগের মাত্রা নিরূপণ করে সে অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হয়েছে যা অত্যন্ত যুগোপযোগী। এ আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এ আইন প্রণয়নের ফলে দেশে সড়ক দুর্ঘটনা সর্বোচ্চ হারে হ্রাস পাবে। প্রশিক্ষিত চালকরা গাড়ি চালাবে এবং চালক ও মালিকদের মধ্যে সচেতনতা তৈরি হবে। এমন একটি আইন দীর্ঘদিন যাবৎ দেশবাসীর প্রত্যাশিত ছিল। জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করাই হলো জনপ্রতিনিধিদের প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালন করার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাই। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবলীগ চেয়ারম্যান এসব কথা বলেন। গত বুধবার জাতীয় সংসদে নিরাপদ সড়ক আইনটি পাস করা হয়। যুবলীগ চেয়ারম্যান বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী এবং তার প্রণীত ‘জনগণের ক্ষমতায়ন ও শান্তিকেন্দ্রিক উন্নয়ন মডেল’ জাতিসংঘে অনুমোদিত হয়েছিল ২০১২ সালে। আর জনগণের ক্ষমতায়নের মূল কথাই হলো জনগণ সব ক্ষমতার উৎস এবং জনগণের ইচ্ছার প্রতিফলন সব সিদ্ধান্তে ঘটতে হবে। নিরাপদ সড়ক আইন পাসের মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়নেরই প্রতিফলন ঘটেছে আর এ আইন প্রণয়নের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রমাণ করেছেন তিনিও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জনগণের ক্ষমতায়ন, শান্তি দর্শনের অনুসারী।
শিরোনাম
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
- বগুড়ায় আলুর দাম নিয়ে শঙ্কায় চাষিরা
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
নিরাপদ সড়ক আইন যুগোপযোগী
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর