নিরাপদ সড়ক আইন ‘বাস্তবধর্মী এবং যুগোপযোগী’ হিসেবে অভিহিত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, নিরাপদ সড়ক আইনে ঢালাওভাবে গাড়ির চালকদের অভিযুক্ত না করে বরং অভিযোগের মাত্রা নিরূপণ করে সে অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হয়েছে যা অত্যন্ত যুগোপযোগী। এ আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এ আইন প্রণয়নের ফলে দেশে সড়ক দুর্ঘটনা সর্বোচ্চ হারে হ্রাস পাবে। প্রশিক্ষিত চালকরা গাড়ি চালাবে এবং চালক ও মালিকদের মধ্যে সচেতনতা তৈরি হবে। এমন একটি আইন দীর্ঘদিন যাবৎ দেশবাসীর প্রত্যাশিত ছিল। জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করাই হলো জনপ্রতিনিধিদের প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালন করার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাই। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবলীগ চেয়ারম্যান এসব কথা বলেন। গত বুধবার জাতীয় সংসদে নিরাপদ সড়ক আইনটি পাস করা হয়। যুবলীগ চেয়ারম্যান বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী এবং তার প্রণীত ‘জনগণের ক্ষমতায়ন ও শান্তিকেন্দ্রিক উন্নয়ন মডেল’ জাতিসংঘে অনুমোদিত হয়েছিল ২০১২ সালে। আর জনগণের ক্ষমতায়নের মূল কথাই হলো জনগণ সব ক্ষমতার উৎস এবং জনগণের ইচ্ছার প্রতিফলন সব সিদ্ধান্তে ঘটতে হবে। নিরাপদ সড়ক আইন পাসের মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়নেরই প্রতিফলন ঘটেছে আর এ আইন প্রণয়নের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রমাণ করেছেন তিনিও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জনগণের ক্ষমতায়ন, শান্তি দর্শনের অনুসারী।
শিরোনাম
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
নিরাপদ সড়ক আইন যুগোপযোগী
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর