শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইজতেমায় উসকানিমূলক বক্তব্য নয়

টঙ্গী প্রতিনিধি

ইজতেমায় উসকানিমূলক বক্তব্য নয়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইজতেমা ময়দানে বয়ান চলাকালে কেউ উসকানিমূলক বক্তব্য দেবেন না। অহেতুক কোনো বক্তব্য মিডিয়ায় কিংবা ফেসবুকে প্রচার করে বিরোধ সৃষ্টি করবেন না। বয়ানের মধ্যে কিংবা মাঠের মধ্যে কেউ কারও সমালোচনা করবেন না। ইজতেমা কীভাবে সফল হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। মানুষ জানে তাবলিগের সাথীরা খুব ভালো, এখানে এসে মানুষ অনেক কিছু শিক্ষা নেয়। তাবলিগের ওপর মানুষের যে আস্থা সেই আস্থা, সেই ইজ্জত ধরে রাখার দায়িত্ব আপনাদের। গতকাল দুপুরে টঙ্গীর তুরাগ নদের তীরে আসন্ন ৫৪তম বিশ^ ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিবদমান দুই গ্রুপের উদ্দেশে টঙ্গী আঞ্চলিক কার্যালয়ে প্রস্তুতি ও পর্যালোচনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। গাজীপুর জেলা প্রশাসক ড.  দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও বিশ^ ইজতেমার শীর্ষ মুরব্বিরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর