শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

গুজব শেয়ার করলে পরিণতি ভয়াবহ

নিজস্ব প্রতিবেদক

গুজব শেয়ার করলে পরিণতি ভয়াবহ

বিশ্ব ইজতেমায় গুজব শেয়ার করলেই পরিণতি হবে ভয়াবহ। দায়িত্বশীলদের বা ব্যক্তির বা গ্রুপের ভুলে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হোক এটা কাম্য নয়। দুই পক্ষের দ্বন্দ্বের জেরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে। তাবলিগ জামাতের নেতা এবং মুরব্বিদের ব্যর্থতাকে আমরা বরদাস্ত করব না বলে হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ইজতেমার নিরাপত্তার বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। র‌্যাব ডিজি বলেন, যেভাবে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে, সেভাবেই সবাই নিয়ম পালন করবেন এবং বয়ান হবে, আখেরি মোনাজাত হবে। প্রথম গ্রুপ ইজতেমা শেষে শান্তিপূর্ণভাবে প্রস্থান করবে, পরে আরেক গ্রুপ আসবে। দুই পক্ষের দ্বন্দ্বের সুযোগে তৃতীয় পক্ষ যেন সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। 

সর্বশেষ খবর