ওরা প্রত্যেকেই ভিনদেশি। তাদের মধ্যে কেউ বাংলাদেশে এসেছেন এনজিওর কাজে, কেউবা পড়াশোনায় আবার কেউবা নানা গবেষণায়। শিশুর মতো ভাঙা উচ্চারণে বলার চেষ্টা করছেন বাংলা ভাষা। ভালোবেসে ফেলেছেন বাংলার মাটি ও মানুষকে। দেশীয় সংস্কৃতি ও উৎসবে অংশগ্রহণ করছেন বাংলাদেশের মানুষের মতোই। বাংলা ভাষার প্রতি ভিনদেশিদের এই আন্তরিকতা দিন দিন বেড়েই চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে প্রতি বছর নানা কোর্সে প্রায় দুই হাজার ভর্তির আবেদন পড়ে। যাদের মধ্যে বাংলা ভাষা শিক্ষার্থীর সংখ্যাই বেশি। তাদের অনেকেই চেষ্টা করেন প্রমিত বাংলা শেখা এবং বলার। মূলত চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, নেপাল, রোমানিয়াসহ বেশ কয়েকটি দেশের শিক্ষার্থী এবং তরুণ এনজিও কর্মীরা বাংলা ভাষা শেখার প্রতি সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন। এসব ভিনদেশি মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মজীবনের প্রয়োজনে তাদের যেমন বাংলা ভাষা শেখার দিকে ঝুঁকতে হচ্ছে; তেমনি কেউ কেউ শুধু ভালোবাসার টানে বাংলা ভাষা শিখছেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটই নয়, এমন ভিনদেশি শিক্ষার্থীদের পদচারণার দেখা মেলে বনানীর ‘লার্ন বাংলা’য়ও। ২০১০ সালে ইউনেস্কোর জরিপে বিশ্বের সবচেয়ে ‘মিষ্টি ভাষা’ হিসেবে বাংলা নির্বাচিত হয়। বিদেশি শিক্ষার্থীদের মন্তব্যও ঠিক একই রকম। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলা অনেক সুন্দর ভাষা। আর তাই এই ভাষা শিখতে তাদের অনেক বেশি ভালো লাগে। বিশ্বজুড়ে বাংলাদেশের অর্থনীতির অগ্রসরতার কারণেই অনেক ভিনদেশি চাকরি এবং ব্যবসার প্রয়োজনে বাংলা শিখছেন। ভিনদেশিদের মধ্যে অনেকে শুধু সামাজিক উন্নয়নমূলক কাজ করার জন্য বাংলা ভাষা শিখেছেন বলে জানিয়েছেন। ভাষা ইনস্টিটিউটে সম্প্রতি চার মাসের বাংলা ভাষার কোর্সে অংশ নিয়েছেন চীন, জাপানসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। শুধু দেশে নয়, বাংলা ভাষার এমন নিবিড় চর্চা চলছে জাপানের বিদেশি ভাষা শেখার অন্যতম বড় বিশ্ববিদ্যালয় টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজে। তাও যেনতেন ভাবে নয়, রীতিমতো চার বছরের স্নাতক কোর্সে ভিনদেশে চলছে বাংলা ভাষা চর্চার কোর্সগুলো। এখানে ২৭টি ভাষার মধ্যে আছে বাংলা ভাষায়ও শিক্ষা লাভের সুযোগ। প্রতি বছর এখানে কমপক্ষে ১০ জন শিক্ষার্থী ভর্তি হন।
শিরোনাম
- রোনালদোকে ছাড়াই আল নাসরের গোলের ইতিহাস
- মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
- সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ
- প্রথম সফরে ট্রাম্প মধ্যপ্রাচ্যের ৩ দেশে গেলেও যাবেন না ইসরায়েল
- ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকিতে যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত-পাকিস্তান
- পাইলটের সাহস না থাকলে রাফাল যুদ্ধবিমান দিয়েও কিছু হবে না: পাকিস্তান
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাসিরনগরে দোয়া মাহফিল
- কুমিল্লায় সেবা মূল্য ৫ গুণ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত
- ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো’ আগামী অক্টোবরে
- জামায়াতে ইসলামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
- গরমে ত্বকের যত্নে মুলতানি মাটি
- বিশ্বকে পথ দেখাল সশস্ত্র বাহিনী
- গরমে তালের শাঁস খাওয়া কেন উপকারী
- শেষ মার্কিন জিম্মিকে মুক্তি দিয়ে ট্রাম্পের প্রতি যে আহ্বান জানাল হামাস
- ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র
- ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা বাস্তবায়নই আমাদের লক্ষ্য : আলী রীয়াজ
- আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- লর্ডস ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা
- গ্রেফতার মমতাজ; এতদিন লুকিয়ে ছিলেন কোথায়?
- নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ
মিষ্টি ভাষা বাংলা শিখছে বিদেশিরা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর