শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মসজিদে মসজিদে মোনাজাত মন্দিরে প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি এবং আহতদের আশু আরোগ্য কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ বায়তুল মোকাররম মসজিদে মোনাজাতে অংশ নেন। মসজিদের উত্তর গেটেও আয়োজন করা হয় দোয়া মাহফিলের।  গতকাল বাদ জুমা একযোগে মসজিদগুলোতে মুসল্লিরা মোনাজাতে অংশ নেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মন্দিরে মন্দিরে আয়োজন করা হয় প্রার্থনার। বঙ্গভবন জামে মসজিদে দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা। হাফেজ মাওলানা এনামুল হক  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। চকবাজারের পাশে অবস্থিত চুড়িহাট্টা শাহী মসজিদেও বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি এবং আহতদের আশু সুস্থতা কামনায় হাজার হাজার মুসল্লি অংশ নেন। অগ্নিকান্ডের ঘটনায় জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে গতকাল দুপুর সাড়ে ১২টায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থানের মন্দিরগুলোতে নিহতদের শান্তি এবং আহতদের আশু আরোগ্য কামনা করে প্রার্থনার আয়োজন করে।

সর্বশেষ খবর