ঢাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ আরও চারজনের লাশ উদ্ধার হয়েছে। গতকাল একে একে চারজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও সদরঘাট ফাঁড়ি পুলিশ। উদ্ধার লাশের মধ্যে রয়েছে দেলোয়ার (৩৮), তার সাত মাস বয়সী শিশু জুনায়েদ, মাহী (৭) ও মীম (৮)। এ নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজ মোট পাঁচজনের লাশ উদ্ধার করা হলো। এ ঘটনায় শাহেদা নামে এক নারী এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধার লাশগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। জানা যায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে শিশু মাহীর লাশ আহসান মঞ্জিলের সামনে থেকে উদ্ধার করে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস। মাহী এ ঘটনায় আহত শাহজালালের মেয়ে এবং শাহেদা তার স্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টার দিকে একে একে উদ্ধার করা হয় শাহজালালের আরেক মেয়ে মীম, ভাই দেলোয়ার হোসেন ও ছেলে জুনায়েদের লাশ। এর আগে শুক্রবার দেলোয়ারের স্ত্রী জামশিদার লাশ উদ্ধার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আবদুর রাজ্জাক জানান, নৌকাডুবির পর থেকেই ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর পক্ষ থেকে নিখোঁজদের উদ্ধারে যৌথ অভিযান চলছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচর থেকে শাহজালাল মিয়া নামে এক ব্যক্তি সপরিবার নৌকায় করে সদরঘাটে যাচ্ছিলেন। নৌকাটি সদরঘাটের কাছাকাছি পৌঁছালে ‘সুরভী-৭’ লঞ্চের ধাক্কায় তা ডুবে যায়। এ সময় লঞ্চের পেছনে পাখার আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে নৌপুলিশের টহল দল শাহজালালকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতাল, পরে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করে। সপরিবারে তার শরীয়তপুর যাওয়ার কথা ছিল।
শিরোনাম
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭