ঢাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ আরও চারজনের লাশ উদ্ধার হয়েছে। গতকাল একে একে চারজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও সদরঘাট ফাঁড়ি পুলিশ। উদ্ধার লাশের মধ্যে রয়েছে দেলোয়ার (৩৮), তার সাত মাস বয়সী শিশু জুনায়েদ, মাহী (৭) ও মীম (৮)। এ নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজ মোট পাঁচজনের লাশ উদ্ধার করা হলো। এ ঘটনায় শাহেদা নামে এক নারী এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধার লাশগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। জানা যায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে শিশু মাহীর লাশ আহসান মঞ্জিলের সামনে থেকে উদ্ধার করে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস। মাহী এ ঘটনায় আহত শাহজালালের মেয়ে এবং শাহেদা তার স্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টার দিকে একে একে উদ্ধার করা হয় শাহজালালের আরেক মেয়ে মীম, ভাই দেলোয়ার হোসেন ও ছেলে জুনায়েদের লাশ। এর আগে শুক্রবার দেলোয়ারের স্ত্রী জামশিদার লাশ উদ্ধার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আবদুর রাজ্জাক জানান, নৌকাডুবির পর থেকেই ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর পক্ষ থেকে নিখোঁজদের উদ্ধারে যৌথ অভিযান চলছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচর থেকে শাহজালাল মিয়া নামে এক ব্যক্তি সপরিবার নৌকায় করে সদরঘাটে যাচ্ছিলেন। নৌকাটি সদরঘাটের কাছাকাছি পৌঁছালে ‘সুরভী-৭’ লঞ্চের ধাক্কায় তা ডুবে যায়। এ সময় লঞ্চের পেছনে পাখার আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে নৌপুলিশের টহল দল শাহজালালকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতাল, পরে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করে। সপরিবারে তার শরীয়তপুর যাওয়ার কথা ছিল।
শিরোনাম
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু