ঢাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ আরও চারজনের লাশ উদ্ধার হয়েছে। গতকাল একে একে চারজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও সদরঘাট ফাঁড়ি পুলিশ। উদ্ধার লাশের মধ্যে রয়েছে দেলোয়ার (৩৮), তার সাত মাস বয়সী শিশু জুনায়েদ, মাহী (৭) ও মীম (৮)। এ নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজ মোট পাঁচজনের লাশ উদ্ধার করা হলো। এ ঘটনায় শাহেদা নামে এক নারী এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধার লাশগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। জানা যায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে শিশু মাহীর লাশ আহসান মঞ্জিলের সামনে থেকে উদ্ধার করে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস। মাহী এ ঘটনায় আহত শাহজালালের মেয়ে এবং শাহেদা তার স্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টার দিকে একে একে উদ্ধার করা হয় শাহজালালের আরেক মেয়ে মীম, ভাই দেলোয়ার হোসেন ও ছেলে জুনায়েদের লাশ। এর আগে শুক্রবার দেলোয়ারের স্ত্রী জামশিদার লাশ উদ্ধার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আবদুর রাজ্জাক জানান, নৌকাডুবির পর থেকেই ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর পক্ষ থেকে নিখোঁজদের উদ্ধারে যৌথ অভিযান চলছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচর থেকে শাহজালাল মিয়া নামে এক ব্যক্তি সপরিবার নৌকায় করে সদরঘাটে যাচ্ছিলেন। নৌকাটি সদরঘাটের কাছাকাছি পৌঁছালে ‘সুরভী-৭’ লঞ্চের ধাক্কায় তা ডুবে যায়। এ সময় লঞ্চের পেছনে পাখার আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে নৌপুলিশের টহল দল শাহজালালকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতাল, পরে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করে। সপরিবারে তার শরীয়তপুর যাওয়ার কথা ছিল।
শিরোনাম
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
নৌকাডুবিতে বুড়িগঙ্গায় আরও ৪ লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর