শিরোনাম
বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
যশোরে সড়ক অবরোধ

পিকআপের ধাক্কায় পা হারাল ছাত্রী

নিজস্ব প্রতিবেদক, যশোর

স্কুলের সামনেই পিকআপের চাকায় পিষ্ট ষষ্ঠ শ্রেণির ছাত্রী মেফতাহুল জান্নাত নিপার জীবন রক্ষা পেলেও তার একটি পা কেটে ফেলতে হলো। আর সেই সঙ্গে চরম অনিশ্চয়তার মুখে পড়ল তার চিকিৎসক হওয়ার স্বপ্ন। গতকাল সকালে যশোর-বেনাপোল সড়কের নাভারণে বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত আরও তিন ছাত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। মেফতাহুল জান্নাত নিপা শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকার রফিকুল ইসলামের মেয়ে। প্রত্যক্ষদর্শী একই এলাকার সবুজ কুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সোহরাব হোসেন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে নিপাসহ চার শিক্ষার্থী একটি রিকশাভ্যানে করে তাদের স্কুলের সামনে পৌঁছায়। এ সময় দ্রুতগামী একটি পিকআপ শিক্ষার্থীদের বহন করা রিকশাভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিপা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী পিকআপটিতে আগুন ধরিয়ে দেন। তারা যশোর-বেনাপোল সড়ক এক ঘণ্টা অবরোধ করে।

রাখেন। যশোর জেনারেল হাসপাতালে অর্থোপেডিক বিভাগের ডা. আবদুর রউফ জানান, অস্ত্রোপচারের মাধ্যমে নিপার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে। তবে এখন সে শঙ্কামুক্ত। খবর পেয়ে হাসপাতালে নিপাকে দেখতে যান যশোরের জেলা প্রশাসক আবদুল আওয়াল। তিনি বলেন, ‘নিপার সব ধরনের চিকিৎসার ভার জেলা প্রশাসন বহন করবে।’ নিপার বাবা রফিকুল ইসলাম বলেন, ‘আমার মেয়েটা খুবই মেধাবী। তার চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু কী থেকে কী ঘটে গেল!’ রফিকুল ইসলাম বলেন, এ বছরই নিপা বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়। ভর্তি পরীক্ষার মেধা তালিকায় সে প্রথম স্থান অধিকার করে।

এর আগে সে একটি প্রি-ক্যাডেট স্কুল থেকে পঞ্চম শ্রেণি পাস করে। পঞ্চম শ্রেণিতেও তার রোল নম্বর ছিল ১।

সর্বশেষ খবর