চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল, রাবার বুলেট ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। গতকাল বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সংঘর্ষের সূত্রপাত হয়। আটক শিক্ষার্থীরা হলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী মোখলেসুর রহমান ও একই বর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রমজান হোসাইন। জানা যায়, গতকাল সকালে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের হোসপাইপ কর্তন ও রেলস্টেশনের এক লোকোমাস্টারকে অপহরণ করেন আন্দোলনকারীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষকবাসসহ সিএনজি, রিকশাও বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। ৩ এপ্রিল আটক ছয় ছাত্রলীগ কর্মীর মুক্তিসহ চার দফা দাবিতে ধর্মঘট পালন করেন তারা। ধর্মঘটে তারা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ তাদের সরে যেতে বলে। তারা সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে আন্দোলনকারীদের ধাওয়া ও লাঠিচার্জ করে পুলিশ। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, রাবার বুলেট ও জলকামান নিক্ষেপ করা হয়। চট্টগ্রাম উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দোলা রেজা বলেন, ‘আমরা সিনিয়রদের সঙ্গে আলোচনা করে তাদের দাবি মেনে নেওয়ার কথা জানাই। তবু কিছু কর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করলে আমরা তাদের মৃদু লাঠিচার্জ করি। পরে জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক আরাফাত বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। সম্পূর্ণ বিনা উসকানিতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করা হয়েছে। কিসের ভিত্তিতে, কোন উদ্দেশ্যে আমাদের ওপর হামলা চালানো হয়েছে তার জবাব চাই।’ অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী বলেন, ‘বারবার সংঘর্ষের পরও আমরা তাদের সঙ্গে আলোচনায় বসেছি। আটকদের বিষয়টি বিবেচনায় নিয়ে সহযোগিতা করারও আশ্বাস দেওয়া হয়েছে। তবু ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য নির্দিষ্ট এজেন্ডা নিয়ে তারা নেমেছে। এরপর কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ল
চবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর