চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল, রাবার বুলেট ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। গতকাল বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সংঘর্ষের সূত্রপাত হয়। আটক শিক্ষার্থীরা হলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী মোখলেসুর রহমান ও একই বর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রমজান হোসাইন। জানা যায়, গতকাল সকালে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের হোসপাইপ কর্তন ও রেলস্টেশনের এক লোকোমাস্টারকে অপহরণ করেন আন্দোলনকারীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষকবাসসহ সিএনজি, রিকশাও বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। ৩ এপ্রিল আটক ছয় ছাত্রলীগ কর্মীর মুক্তিসহ চার দফা দাবিতে ধর্মঘট পালন করেন তারা। ধর্মঘটে তারা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ তাদের সরে যেতে বলে। তারা সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে আন্দোলনকারীদের ধাওয়া ও লাঠিচার্জ করে পুলিশ। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, রাবার বুলেট ও জলকামান নিক্ষেপ করা হয়। চট্টগ্রাম উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দোলা রেজা বলেন, ‘আমরা সিনিয়রদের সঙ্গে আলোচনা করে তাদের দাবি মেনে নেওয়ার কথা জানাই। তবু কিছু কর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করলে আমরা তাদের মৃদু লাঠিচার্জ করি। পরে জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক আরাফাত বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। সম্পূর্ণ বিনা উসকানিতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করা হয়েছে। কিসের ভিত্তিতে, কোন উদ্দেশ্যে আমাদের ওপর হামলা চালানো হয়েছে তার জবাব চাই।’ অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী বলেন, ‘বারবার সংঘর্ষের পরও আমরা তাদের সঙ্গে আলোচনায় বসেছি। আটকদের বিষয়টি বিবেচনায় নিয়ে সহযোগিতা করারও আশ্বাস দেওয়া হয়েছে। তবু ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য নির্দিষ্ট এজেন্ডা নিয়ে তারা নেমেছে। এরপর কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ল
চবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর