শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা

যে শর্তে ভারতে ফিরতে চান জাকির নায়েক

প্রতিদিন ডেস্ক

যে শর্তে ভারতে ফিরতে চান জাকির নায়েক

ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. জাকির নায়েক কয়েকটি শর্তে ভারতে ফিরতে চান। শর্তে তিনি বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত আমার কোনো দোষ প্রমাণ না হচ্ছে ততক্ষণ আমাকে গ্রেফতার করা যাবে না। ভারতের সুপ্রিম কোর্ট এ আশ্বাস দিলে আমি দেশে ফিরতে রাজি।’ সম্প্রতি দ্য উইক ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। প্রসঙ্গত, জাকির নায়েক ভারতীয় নাগরিক। ইসলাম প্রচারে তিনি প্রতিষ্ঠা করেছেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। এর তত্ত্বাবধানে ‘পিস টিভি’ নামে একটি চ্যানেলের মাধ্যমে তিনি গোটা বিশ্বে ইসলাম প্রচার করে ব্যাপক খ্যাতি অর্জন করেন। ভারতে তার বিরুদ্ধে হুলিয়া জারি হলে গত তিন বছর ধরে তিনি ভারতের বাইরে রয়েছেন। গ্রেফতার এড়াতে এ মুহূর্তে তিনি মালেয়েশিয়ায় বাস করছেন। জাকির নায়েক আরও বলেছেন, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যও তদন্তের মুখোমুখি হতে হবে।

সর্বশেষ খবর