সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দুই মাস ১১ দিন পর দেশে ফিরেই নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। একই সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান। পরে সেখান থেকে সরাসরি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে সস্ত্রীক দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সার্বিক সহযোগিতা করায় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন কাদের। সুস্থ হয়ে দেশে ফিরে আসায় শুকরিয়া জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। প্রায় আড়াই মাস পর সাংবাদিকদের মুখোমুখি হলেন এই রাজনৈতিক নেতা। এ সময় আবারও নতুন উদ্যমে নেতা-কর্মীদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমি না থাকার পরও নেতা-কর্মীরা ইউনিটি ধরে রেখেছেন। যেভাবে টিমওয়ার্কের মাধ্যমে দলকে এগিয়ে নিয়েছেন, তা আমায় অভিভূত করেছে। আমরা এভাবেই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, রোজার মধ্যেও কষ্ট করে আপনারা এসেছেন। আমি সেজন্য কৃতজ্ঞ। আমি আপনাদের সঙ্গে আছি। আসুন আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে শক্তিশালী টিমওয়ার্ক এটাকে কাজে লাগিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে কাজ করব। উল্লেখ্য, গত ৩ মার্চ হার্ট অ্যাটাক হওয়ায় ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৪ মে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। এরপর সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওবায়দুল কাদের। গত ২০ মার্চ সেখানকার মাউন্ট এলিজাবেথ হসপিটালে তার বাইপাস সার্জারি হয়। গত ৫ এপ্রিল তিনি হাসপাতাল ছাড়লেও সেখানে একটি ভাড়া বাসায় থেকে ফলোআপ চিকিৎসা করান।