মঙ্গলবার, ২১ মে, ২০১৯ ০০:০০ টা

পুঁজিবাজারকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, কৃষক ধানের দাম পাচ্ছেন না। এখানেও দুর্নীতি হচ্ছে। চালের দাম দ্বিগুণ দেখিয়ে বিদেশে টাকা পাচার করা হয়েছে। বর্তমানে পুঁজিবাজারকে দাঁড়াতেই দিচ্ছে না। বার বার পুঁজিবাজারের টাকা লুটে নিয়ে যাচ্ছে। অথচ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয় না। ব্যাংকিং খাত ধ্বংস করে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে। তিনি বলেন, দেশটাকে দুর্নীতিবাজ-লুটেরাদের হাতে এভাবে ছেড়ে দিতে পারি না। প্রয়োজনে এক শ’ জন লোক নিয়েও রাজপথে নামতে হবে এই দুর্নীতি আর লুটপাটের প্রতিবাদে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘দুর্নীতি, ঋণ খেলাপি ও ব্যাংকিং খাতে নৈরাজ্য বন্ধে বাজেটে সুস্পষ্ট অঙ্গীকার চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আবুল হোসেনের সভাপতিত্বে সভায় জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, দলের নেতা বেনজীর আহমেদ, মোস্তফা আলম প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর