ঢাকার মালিবাগ মোড়ে থাকা পুলিশ ভ্যানে এক বিস্ফোরণের ঘটনায় নারী পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছেন। পুলিশ মনে করছে, ভ্যানে হাতবোমা ছোড়া হয়েছে। এ ঘটনার পর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঢাকায় দায়িত্বরত সব পুলিশ সদস্যদের উদ্দেশে সতর্কতা জারি করা হয়েছে। গতকাল রাত ৯টার দিকে মালিবাগে এ ঘটনায় আহত ট্রাফিক পুলিশের এএসআই রাশেদা আক্তার ভাবলী (২৮) এবং রিকশাচালক লাল মিয়াকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশেদা বাঁ পায়ে এবং লাল মিয়ার মাথায় জখম হয়েছে। ট্রাফিক সার্জেন্ট এনামুল হক জানান, ঘটনার সময় রাশেদা দায়িত্বরত ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তার পাশে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে কেউ হাতবোমা নিক্ষেপ করেছে। পরে আহত দুজনকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পল্টন থানার পরিদর্শক আবু সিদ্দিক জানান, মালিবাগ মোড়ে পেট্রোল পাম্পের উল্টো দিকে ফ্লাইওভারের নিচে এসবির একটি গাড়ি পার্ক করা ছিল। তার পেছনে একটি পুলিশ ভ্যান ছিল। হঠাৎ পুলিশ ভ্যানে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। পরে পেট্রোল পাম্প থেকে অগ্নিনির্বাপনের সরঞ্জাম এনে কিছুক্ষণের মধ্যে আগুন নেভানো হয়। কী থেকে এই বিস্ফোরণ ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত ২৯ এপ্রিল রাতে গুলিস্তান এলাকায় পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তিনজন পুলিশ সদস্য আহত হন। সে সময় ওই ঘটনার দায় স্বীকার করেছিল আইএস।